মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

কুইন্সে পার্কের সৈকতে একজনের গলিত মরদেহ

প্রকাশিত: ১১:৪৯, ০৭ জুলাই ২০২৫ | ১১

মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যক্তির মৃত্যুর কারণ নির্ধারণ করবেন নিউ ইয়র্ক সিটির ময়নাতদন্তকারীরা। নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি পার্ক সংলগ্ন সৈকতে রবিবার সকালে এক ব্যক্তির গলিত মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বাহিনীটির বরাতে এবিসি৭ নিউ ইয়র্ক জানায়, হাওয়ার্ড বিচ এলাকার ১৬৩তম অ্যাভিনিউ ও ৮৩তম স্ট্রিটের স্প্রিং ক্রিক পার্কের জলাভূমিতে মরদেহটি সকাল আটটা ৪০ মিনিটে দেখতে পান এক ব্যক্তি। বিষয়টি তিনি ৯১১ নম্বরে কল করে জানান। জায়গাটা উদ্ধারের জন্য সুবিধাজনক না হওয়ায় পুলিশকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়।

মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ব্যক্তির মৃত্যুর কারণ নির্ধারণ করবেন নিউ ইয়র্ক সিটির ময়নাতদন্তকারীরা।

Mahfuzur Rahman

Publisher & Editor