বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি

প্রকাশিত: ১২:৫২, ০৯ জুন ২০২৫ | ১৪

মাংসের কোনো পদ তৈরি মানেই হরেক পদের মসলার সমাহার। কত বাহারি নাম আর সুগন্ধ সেসব মসলার! কিন্তু সেই মসলাই যদি উহ্য থাকে মাংস রান্নায়, তাহলে কেমন হয়? সম্প্রতি ভিনদেশি এই রান্না ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আমাদের দেশেও। মসলা ছাড়া মাংসের এই পদ খেতেও অত্যন্ত সুস্বাদু। চলুন জেনে নেওয়া যাক মসলা ছাড়া পেশোয়ারি গোশত তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গরু বা খাসির মাংস- ১ কেজি

ঘি- ১ চামচ

লবণ- পরিমাণমতো

আস্ত আলু- কয়েকটি

কাঁচা মরিচ- ২টি

ধনিয়া পাতা- পরিমাণমতো

আদা কুচি- ২ টেবিল চামচ

টমেটো- ২টি

গোলমরিচ গুঁড়া- পরিমাণমতো

পানি- প্রয়োজনমতো।
 
যেভাবে তৈরি করবেন

মোটা তলা বিশিষ্ট রান্নার একটি হাঁড়ি নিন। এবার তাতে সব উপকরণ একসঙ্গে নিন। এবার চুলায় তুলে দিন। ঢেকে রান্না করুন। প্রয়োজন হলে পানি দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে নরম হয়ে এলে নামিয়ে নিন। সুস্বাদু এই পেশোয়ারি গোস্ত রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে খেতে পারবেন।

Mahfuzur Rahman

Publisher & Editor