বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

অধিনায়কত্ব চলে যাচ্ছে শান মাসুদ-রিজওয়ানদের

প্রকাশিত: ১২:৪১, ০৯ জুন ২০২৫ | ১৪

পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছিলেন সালমান আলী আগা। তবে সবশেষ সিরিজে বাংলাদেশকে হারিয়ে পাল্টে যায় সালমানের ভাগ্য। পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। যার ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হতে যাচ্ছেন সালমান।

এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে জিও নিউজ।

পিএসএল শেষে বাংলাদেশের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে সবার মন জিতে নিয়েছেন সালমান। যার ফল হিসেবেই টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে এবং টেস্ট দলেরও অধিনায়ক হতে যাচ্ছেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জিও নিউজকে জানিয়েছে, ‘নতুন প্রধান কোচ মাইক হেসন, নির্বাচক কমিটি এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মতে অধিনায়ক হিসেবে সালমান দারুণ করেছে। তারা সবাই একমত হয়েছে যে সালমানের সব সংস্করণে অধিনায়ক হওয়া উচিত।’

Mahfuzur Rahman

Publisher & Editor