বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

হিন্দি সিনেমার প্রচারে আরমীনের বাংলা গান

প্রকাশিত: ০২:২৮, ১৪ এপ্রিল ২০২৫ | ১৮

হিন্দি সিনেমা ‘উইডোজ শ্যাডো’র প্রচারে ব্যবহৃত হয়েছে বাংলাদেশের একটি বাংলা গান। বাংলাদেশি সংগীতশিল্পী আরমীন মুসার গাওয়া এই গানের শিরোনাম ‘নিদ্রাহীন’। ১৮ এপ্রিল ছবিটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগেই ট্রেলারে শোনা যাচ্ছে গানটি। ছবিটির পরিচালক সুমন অধিকারী। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শঙ্কলিতা রায় ও পলক কায়াথ।

বিদেশি ভাষার ছবির প্রচারণায় তাঁর গানের এমন ব্যবহারে বেশ আনন্দিত আরমীন মুসা। গতকাল বিকেলে আরমীন জানান, ২০১৫ সালে গানটিতে প্রথম কণ্ঠ দেন তিনি। আরমীন বলেন, ‘হিন্দি ভাষার সিনেমায় আমার গান, সত্যি খুবই ভালো লাগছে। যেকোনো দেশের সঙ্গে কোলাবরেশন সত্যিই স্পেশাল লাগে। সব সময় ভেবেছি, বাংলা গান বিভিন্ন দেশে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানকার সংগীতের বন্ধুদের সঙ্গেও বাংলা গান গেয়েছি। এই গানটা অবশ্য আমি একাই পিয়ানো বাজিয়ে গেয়েছি।’

হিন্দি ভাষার ছবিতে বাংলা গান কেন, এটা কি পরিচালকের কাছে জানতে চেয়েছিলেন—এমন প্রশ্নে আরমীন বললেন, ‘পরিচালক সুমন ভাই বাঙালি, তিনি আসামের মানুষ। আমাদের দেশের সংগীত পরিচালক অদিত তাঁর বন্ধু। সম্ভবত তার মাধ্যমে এই গানটির খবর পান, এরপর আমার সঙ্গে যোগাযোগ। যত দূর বুঝতে পেরেছি, তিনি বাংলাদেশের গানের খোঁজখবর রাখেন। গানটার কথা ওনার সিনেমার যে থিম, সেটার সঙ্গে দারুণভাবে যায়। তাই তিনি গানটি ব্যবহার করতে চেয়েছেন।’

আরমীন জানান, বিধবা নারীর জীবনটা কেমন, সেটাই এ ছবির বিষয়বস্তু। তাঁর গানের মধ্যেও এ ভাব আছে। ‘নিদ্রাহীন’ গানটি আগে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor