রবিবার, ২৩ মার্চ ২০২৫

দুটি লিমেরিক

প্রকাশিত: ০১:৪৫, ০৩ মার্চ ২০২৫ | ২১

হ্যাংলা রকম একটি বুড়ো—বকশি মিয়া,

চুরি করে পালাতে চায় পাকশি গিয়া;

যেই না লোকে মুগুর বাগায়,

বকশি চড়ে গাছের আগায়;

কিন্তু লোকে পাড়ল তারে আকশি দিয়া।
 

শান্ত মনে বকশি মিয়া এক শীতে

ধরল পাড়ি সাগর, চড়ে ডেকচিতে;

পৌঁছলে পরে মেক্সিকোয়;

হাঁকল—‘এরে টেক্সি কয়?’

শেষটাতে সে টেক্সাসে যায় চড়ে গাধার ব্যাক-টিতে।

Mahfuzur Rahman

Publisher & Editor