মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

চাষির কান্না

প্রকাশিত: ০০:০৬, ২৮ জানুয়ারি ২০২৫ | ৩৮

ভোরের পাখি জাগার আগে

আমি জেগে উঠি,

লাঙল-জোয়াল কাঁধে তুলে

জোর কদমে ছুটি।

রোদে পুড়ে, ঘামে ভিজে

শক্ত করে মুঠি,

কখনো বা আষাঢ়-জলে

কাদায় লুটোপুটি


কিন্তু তোমায় দুঃখের কথা

বলব কী আর ভাই,

সারা বছর ঘাম ঝরিয়ে

দাম পাওয়াটা দায়!

গাধার মতো খেটে কেবল

ন্যায্য মূল্য চাই,

এই দেশেতে এই রতনের

কোনোই মূল্য নাই!
 

যত্ন করে সবুজ গাছে

রত্ন ফলাই আমি,

তবু আমি এই দেশেতে

সবচেয়ে কম দামি।

কষ্ট যা-ই হোক নেই অভিযোগ

ন্যায্য মূল্য পেলে,

আশায় আছি এই কপালে

কবে যে সুখ মেলে!

Mahfuzur Rahman

Publisher & Editor