ধিকি ধিকি পুড়ছে পরিবেশ
ঘুমপাড়ানি গুন গুন হাসছে মায়ের কোলে,
নিকানো উঠানে টুপটাপ শিউলি ঝরে।
সূর্য মাথার ওপরে দুয়ারে আলসে ভোর।
মুহূর্তে ধ্যানভাঙে যুবতির উদোম বুক দেখে মহারাজ রক্ষা করো
আকাশ আঁধার করে নেমে আসে
শকুনের পাল।
মৃত্যুও ওদের দেখে তঞ্চকতা করে।
ট্রাকভর্তি বাঁশ, লোহা কার্তুজ বস্তা
মুগ্ধ তো করেনি কিছু অবাক চোখে
দেখছিল শুধু—তাই ওকে মরতে হলো। বাতাস এসে পর্দা সরিয়েছে
স্রষ্টা তুমি কোথায়?
পেছনে দাঁড়াল লোক সামনে নীল চক্ষু ঘুম
কেউ কিছু বুঝল না হায় পৃথিবী
কেন বদলে যায়
ছোট-বড়, নেতা, কবি, নগররক্ষক
ছাপোষা কেরানি
এ শহর বাবার বয়সে এত রঙ্গ দেখেনি
তবু হতাশাভরা সময় এলো
বন্যার জলে ডুবুডুবু জীবন।
Publisher & Editor