মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

টেক্সাসে পিকআপের সঙ্গে গাড়ির সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ০৫:২৮, ১০ জুন ২০২৪ | ১১৩

টেক্সাসে বৃহস্পতিবার একটি পিকআপ ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি প্রাইভেট কারের সংঘর্ষে ৭ জন নিহত এবং দুই শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনবিসি নিউজ জানায়, টেক্সাস পাবলিক সেফটি ডিপার্টমেন্টের ডেল রিও অফিসের মুখপাত্র রেনে কর্ডোভা শনিবার এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওই বিবৃতিতে রেনে কর্ডোভা বলেছেন, ক্যারিজো স্প্রিংসের প্রায় আট মাইল উত্তরে এফএম-১৪৩৩ নামক স্থানে স্থানীয় সময় বিকেল ৪:৪০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে।

ক্যারিজো স্প্রিংস সান আন্তোনিও থেকে প্রায় ১১৬ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

রেনে কর্ডোভা জানান, প্রাইভেট কারটি রাস্তার পশ্চিম দিকে উচ্চ গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটো দিকে চলে যায় এবং পূর্ব দিক থেকে আসা পিকআপটির সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়।

তিনি বলেন, পিকআপের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি খাদে গড়িয়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।

এতে চালক ও তিনজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং আঘাতের তীব্রতার কারণে তাদের পরিচয় জানা যায়নি বলে জানান রেনে কর্ডোভা।

তিনি আরও জানান, সংঘর্ষে পিকআপের চালক ও দুই যাত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তাদের পরিচয় জানা গেছে।

তারা হলেন- ৫০ বছর বয়সী ইসাবেল স্মল, ৬৪ বছর বয়সী সান জুয়ানিটা দে লা ক্রুজ এবং ৮৩ বছর বয়সী ভিক্টর ম্যানুয়েল মার্টিনেজ।

নিহত সবাই টেক্সাসের ক্রিস্টাল সিটির বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহত দুই শিশু পিকআপেই ছিল এবং ঘটনাস্থল থেকে দ্রুত তাদের সান আন্তোনিও বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রেনে কার্ডোভা।

তবে শিশুদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে পারেননি তিনি।

টেক্সাস পাবলিক সেফটি ডিপার্টমেন্ট এ দুর্ঘটনার তদন্ত করছে বলে জানান প্রতিষ্ঠানের মুখপাত্র রেনে কার্ডোভা।

Mahfuzur Rahman

Publisher & Editor