মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

সিঙ্গাপুরকে গুড়িয়ে এশিয়া কাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশ

প্রকাশিত: ২২:১৪, ৩০ এপ্রিল ২০২৩ | ৫৩২

ড্র করলেই অনূর্ধ্ব-১৭ মেয়েদের এশিয়া কাপের বাছাই পরের রাউন্ডে চলে যাবে সিঙ্গাপুর। আর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া এড়াতে বাংলাদেশের দরকার জয়। ম্যাচের আগে আজ এমনই মনসত্তাত্ত্বিক সুবিধাজনক অবস্থানে ছিল সিঙ্গাপুর। তার ওপর তারা প্রতিযোগিতার স্বাগতিক; কন্ডিশন ও মাঠ তাদের চিরচেনা। এখানেই শেষ নয়, মেয়েদের ফিফা র‌্যাঙ্কিংয়েও ১৪০ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশের চেয়ে তারা ৬ ধাপ এগিয়ে।

কিন্তু জয়ের জন্য মরীয়া বাংলাদেশের মেয়েদের বিপক্ষে এই ‘এগিয়ে থাকা’টা কোনো কাজে লাগল না সিঙ্গাপুরের। উজ্জীবিত বাংলাদেশের কিশোরীরা উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে। ৩-০ গোলের জিতে অনূর্ধ্ব-১৭ এএফসি মেয়েদের এশিয়া কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেছেন স্ট্রাইকার সুরভী আকন্দ প্রীতি।

ম্যাচের আগের দিন কোচ গোলাম রব্বানী ছোটন ও অধিনায়ক রুমা আক্তার-দুজনই জয়ের প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বলেছিলেন নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে জিতবে বাংলাদেশ। কোচ ও অধিনায়কের কথার যথার্থতা প্রতিফলিত হলো এতে।

সিঙ্গাপুর স্বাগতিক হলেও ঘরের মাঠের সুবিধা পেয়েছে বাংলাদেশই! দেশটিতে প্রচুর প্রবাসী বাংলাদেশি কাজ করে। বাঁচা-মরার এই ম্যাচে মেয়েদের উৎসাহ দিতে প্রবাসী বাংলাদেশিদের চাহিদার কারণ আগেই ৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। তাই সিঙ্গাপুরের জালান বিসার স্টেডিয়ামের গ্যালারিতে এদিন যেসব দর্শক ছিলেন, তাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। তাদের উৎসাহ ‍দেয়া বৃথা যায়নি। দল জিতেছে তৃপ্তি নিয়েই ঘরে ফিরতে পেরেছে তারা।

ম্যাচের ২১ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পেনাল্টি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মাথায় ব্যবধান দ্বিতীয় করে বাংলাদেশ। গোলদাতা সেই সুরভী আকন্দ প্রীতি। তার এই গোলটিও আসে পেনাল্টি থেকে। এর ৭ মিনিট পরই আবার গোল বাংলাদেশের। তবে এবার গোলদাতা সুলতানা আক্তার।

এই জয়ে ২০২৪ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উঠল বাংলাদেশ। এই রাউন্ডে আট গ্রুপের সেরা দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। দুই গ্রুপ থেকে সেরা দুটি করে দল খেলার সুযোগ পাবে চূড়ান্ত

ভিডিও - Bangladesh-Singapore U-19 women Asia cup football championship.

Mahfuzur Rahman

Publisher & Editor