টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে আজকেই আইসিসিকে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। সিদ্ধান্ত নিতেই সরকারপক্ষের সঙ্গে বসেছেন বিসিবি ও ক্রিকেটাররা। শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তও জানা যাবে।
তবে তার আগে বিপিএলের ফাইনালের প্রেস কনফারেন্সে শেখ মেহেদীর কাছে জানতে চাওয়া হয়েছিল ক্রিকেটারদের কী চাওয়া।
চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক জানিয়েছেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায় তবে সিদ্ধান্ত বিসিবি ও সরকারের।
বিশ্বকাপের ভাবনা নিয়ে শেখ মেহেদী বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। তবে এটা বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে।
তারা আমাদের অভিভাবক। তারা যেটা বলবে, খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত আমার কাছে মনে হয়।’
আগামীকাল বিপিএলের ফাইনাল হলেও সব আগ্রহ আজকের মিটিংয়ে। বাংলাদেশ বিশ্বকাপে খেলবে কি না সেই সিদ্ধান্তের ওপর বাংলাদেশর সবার নজর।
অলরাউন্ডার শেখ মেহেদী বলেছেন, ‘কাল বিপিএল ফাইনাল আছে, এটা নিয়েই সবার প্রস্তুতি আছে। চিন্তাও করছি বিপিএল ফাইনাল নিয়ে। বিশ্বকাপ আমাদের হাতে না। এটা ম্যানেজমেন্টের হাতে। তারা যেটা যেভাবে বলবে, আমাদের টিমে যারা আছে সেভাবেই যাবে।
এটা বিসিবির ওপর নির্ভর করছে।’
Publisher & Editor