রবিবার, ১১ জানুয়ারি ২০২৬

চার বছর পর সিনেমায় ফিরছে রাজ-মিম জুটি

প্রকাশিত: ০৬:০৪, ১১ জানুয়ারি ২০২৬ |

রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’-এর মাধ্যমে জুটি হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির সাফল্যের পর দর্শকের প্রত্যাশা থাকলেও দীর্ঘ সময় তাদের আর এক সঙ্গে দেখা যায়নি।
অবশেষে চার বছর পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে এই জনপ্রিয় জুটি—এমনই গুঞ্জন চলছে চলচ্চিত্রপাড়ায়।

সূত্রের খবর, ২০২৪-২৫ অর্থবছরে সরকারি অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পাওয়া সিনেমা ‘জীবন অপেরা’-তে অভিনয় করতে যাচ্ছেন রাজ ও মিম।

যদিও সিনেমাটি নিয়ে এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এ বিষয়ে শরিফুল রাজ গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে ঠিকই, তবে সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। 

শ্যুটিংয়ের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলেও জানান তিনি।

এদিকে সম্প্রতি বিদ্যা সিনহা মিম তার ফেসবুক পেজে এক অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

ছবিতে দেখা যায়, একজন পুরুষ পেছন ফিরে দাঁড়িয়ে আছেন, তার মুখ স্পষ্ট নয়। ছবির ক্যাপশনে মিম লেখেন, ‘পরবর্তী প্রজেক্ট আসছে, অনুমান করুন, তিনি কে?’
এই পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জোর জল্পনা। অনেকেই মনে করছেন, ছবির মানুষটি শরিফুল রাজ। আবার কেউ কেউ অভিনেতা আরিফিন শুভর নামও উল্লেখ করেছেন।

তবে অধিকাংশ মন্তব্যেই বলা হয়েছে, ছবির লুক ও স্টাইল দেখে রাজ ছাড়া অন্য কারও হওয়ার সম্ভাবনা কম।
ভক্তদের ধারণা, এই পোস্টের মাধ্যমেই আসন্ন সিনেমা ‘জীবন অপেরা’-র ইঙ্গিত দিয়েছেন মিম। সিনেমাটি পরিচালনা করবেন আলভী আহমেদ।

Mahfuzur Rahman

Publisher & Editor