শীতের সময়ে গরম কাপড়ের প্রয়োজন বেশি পড়ে। কিন্তু অনেক সময় এই কাপড় থেকে আসা অদ্ভুত ধরনের দুর্গন্ধ সমস্যাও বাড়িয়ে দেয়। দীর্ঘ সময় ধরে পরা, রোদ না লাগা এবং আর্দ্রতার কারণে জ্যাকেট, সোয়েটার ও শালে দুর্গন্ধ জমে যায়।
অনেকেই এগুলো বারবার ধোয়ার চেষ্টা করেন, যার ফলে কাপড় নষ্ট হতে শুরু করে।
এমন পরিস্থিতিতে কিছু সহজ এবং স্মার্ট হ্যাক ব্যবহার করে আপনি কোনো ক্ষতি না করে এই দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন।
শীতের সময়ে কাপড়ের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ উপায় হলো রোদ ও বাতাস। যখনই সুযোগ পাওয়া যায়, কাপড়গুলো খোলা বাতাসে ঝুলিয়ে দিন। সরাসরি রোদ না পড়লেও ঠাণ্ডা বাতাসও যথেষ্ট সাহায্য করে।
লক্ষ রাখতে হবে, যাতে কাপড়গুলো সম্পূর্ণভাবে ছড়িয়ে ঝোলানো হয় এবং আর্দ্রতা বাইরে বের হতে পারে। বন্ধ ঘর বা আলমারিতে রাখা কাপড়ে দ্রুত দুর্গন্ধ জমে। তাই নির্দিষ্ট সময় পর পর এগুলো বাইরে বের করা জরুরি।
বেকিং সোডা দুর্গন্ধ শুষে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয়।
যদি সোয়েটার বা জ্যাকেট থেকে তীব্র দুর্গন্ধ আসে, তাহলে একটি পাত্রে বেকিং সোডা ঢেলে কাপড় কয়েক ঘণ্টার জন্য রাখুন। চাইলে শুকনা কাপড়ের ওপর হালকা করে বেকিং সোডা ছিটিয়ে রাতভর রাখতে পারেন। সকালে এটি ঝেড়ে দিন বা হালকাভাবে পরিষ্কার করুন। এতে কাপড় ফ্রেশ লাগবে এবং দুর্গন্ধও অনেকটাই কমে যাবে।
ধোয়ার সময় পানিতে সামান্য সাদা ভিনেগার মিশিয়ে দিন। এতে কাপড়ে জমে থাকা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়, যা মূলত দুর্গন্ধের কারণ।
ভিনেগারের গন্ধ শুকানোর পর স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে, তাই চিন্তার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে জ্যাকেট, কার্ডিগান ও মাফলারের জন্য এই পদ্ধতি খুবই কার্যকর।
আপনি যদি উলের কাপড় বারবার ধুতে না চান, তাহলে স্টিমিং একটি ভালো বিকল্প। স্টিমার বা ভাপে কাজ করা ইস্ত্রি দিয়ে কাপড়ের ওপর হালকা বাষ্প দিন। এতে কাপড়ে থাকা আর্দ্রতা ও দুর্গন্ধ বের হতে শুরু করে।
বাড়ির ঘরে একটি সহজ পদ্ধতিও হলো বাথরুমে গরম পানি চালিয়ে কাপড় ঝুলিয়ে রাখা। বাষ্প ব্যাকটেরিয়া কমায় এবং কাপড়কে ফ্রেশ ও নতুনের মতো অনুভূতি দেয়।
প্রায়ই দুর্গন্ধের শুরু হয় মূলত ভুলভাবে সংরক্ষণের কারণে। শীতকালীন কাপড় সংরক্ষণ করার আগে নিশ্চিত করুন যে সেগুলো পুরোপুরি শুকনো। আলমারিতে নীমের পাতা, কাঠকপি বা ল্যাভেন্ডার স্যাশে রাখুন। এতে শুধু দুর্গন্ধ দূর থাকে না, পোকামাকড়ও দূরে থাকে। কাপড় প্লাস্টিক কভার-এ ঢেকে রাখা এড়িয়ে চলুন, কারণ এতে আর্দ্রতা ফাঁসতে পারে এবং দুর্গন্ধ আরো বাড়তে পারে।
অনেকে দুর্গন্ধ ঢাকতে সরাসরি কাপড়ে পারফিউম ছিটিয়ে দেন, যা সঠিক উপায় নয়। এতে দুর্গন্ধ ও সুগন্ধ মিশে অদ্ভুত ধরনের গন্ধ তৈরি করতে পারে। এর পরিবর্তে ভালো হবে ফ্যাব্রিক ফ্রেশনার হালকাভাবে ব্যবহার করা বা পারফিউম হাওয়ায় স্প্রে করে কাপড়কে তার মধ্য দিয়ে করানো। এতে কাপড়ে দাগ পড়বে না এবং সুগন্ধ নরম ও ফ্রেশ থাকবে।
Publisher & Editor