বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ভূতকে ভয় পাই না

প্রকাশিত: ১০:১৩, ০৩ জানুয়ারি ২০২৬ | ১৩

মাঝেমধ্যে দাদুর বাড়িতে চাচাতো ও ফুপাতো ভাই-বোনসহ আমরা ভূতের মুভি দেখি। তবে জোকার ও পুতুল ভূত আমার পছন্দ না। আমার পছন্দের ভূতের মুভিগুলো হলো—‘ট্রেন টু বুসান’ এবং ‘অ্যানাবেল’। অবশ্য ‘ট্রেন টু বুসান’ একটি জম্বির মুভি।

মজার ব্যাপার হলো, বুসান আমার বড় আপুর নাম। অন্য ভূতের মুভিগুলো হলো ‘সিজ্জিন’, ‘মোমো’ এবং ‘নান’। ভাবছ, মোমো একটা খাবারের নাম। কিন্তু না।

মোমো মুভিটার আরেকটা নাম আছে ‘চিকেন লেডি’। কারণ মোমো ভূতটা দেখতে মুরগির মতো। এই ফাঁকে বলে রাখি, ভূতকে কিন্তু আমি ভয় পাই না। কারণ ভূত বলে কিছু নেই।

তবে ভূতের গল্প, মুভি আমার ভালো লাগে। তোমাদের কী ভালো লাগে লিখে জানাতে পারো।

Mahfuzur Rahman

Publisher & Editor