শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

মামদানির গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও নিউ ইয়র্কে যাবেন নেতানিয়াহু

প্রকাশিত: ০৬:৪২, ০৫ ডিসেম্বর ২০২৫ |

নিউ ইয়র্ক সফরের ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বিরুদ্ধে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

যদিও নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আইসিসির পরোয়ানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের এক ভার্চুয়াল সাক্ষাত্কারে নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব।’ মামদানির সঙ্গে দেখা করতে চান কি না, এমন প্রশ্নে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, যদি তিনি মত পরিবর্তন করে বলেন যে আমাদের (ইসরাইলের) রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার অধিকার আছে, সেক্ষেত্রে আলোচনার ভালো সূচনা হতে পারে।

গত নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর মামদানি একাধিকবার বলেছিলেন, আইসিসির ওয়ারেন্টভুক্ত যে কোনো নেতাকে গ্রেফতারে নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে অনুমতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসামি নেতানিয়াহু কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেই হোক না। —রয়টার্স

Mahfuzur Rahman

Publisher & Editor