শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

নতুন গণমাধ্যম নীতি নিয়ে আপত্তি, পেন্টাগনের বিরুদ্ধে নিউইয়র্ক টাইমসের মামলা

প্রকাশিত: ০৬:৪৪, ০৫ ডিসেম্বর ২০২৫ |

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) গ্রহণ করা নতুন গণমাধ্যম নীতিমালাকে ‘মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি’ উল্লেখ করে পেন্টাগন ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক টাইমস। বৃহস্পতিবার কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছে রয়টার্স।

এই নীতির বিরুদ্ধে ইতোমধ্যে ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ, রয়টার্সসহ কমপক্ষে ৩০টি গণমাধ্যম আপত্তি জানিয়েছে।

রয়টার্স জানায়, নতুন নীতিমালা অনুযায়ী সাংবাদিকরা ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে বিবেচিত হতে পারেন এবং কোনো ‘ক্ল্যাসিফায়েড’ তথ্য জানতে চাইলে তাদের পেন্টাগন প্রেস ব্যাজ বাতিল করা হতে পারে। নীতিমালা স্বাক্ষর না করায় বহু সংবাদমাধ্যম নিজেদের ব্যাজ ফেরত দিয়েছে।

মামলায় পেন্টাগনের মুখপাত্র শন পারনেলকেও বিবাদী করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের অভিযোগ, নীতিটি সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনী লঙ্ঘন করে এবং সামরিক বাহিনী ও এর নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জনগণের কাছে পৌঁছাতে বাধা দেবে। পত্রিকার মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার বলেন, “সরকার যেসব সংবাদ পছন্দ করে না, সেগুলো নিয়ন্ত্রণ করাই এই নীতির উদ্দেশ্য।”

পেন্টাগন বা হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

নতুন নীতিমালায় বলা হয়েছে, সংবেদনশীল তথ্য সংবিধানের প্রথম সংশোধনী দিয়ে সুরক্ষিত; তাই এমন তথ্য জানতে চাওয়া ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে ধরা হতে পারে। সাংবাদিকদের অতীত ইতিহাস বিবেচনা করে পেন্টাগনে প্রবেশাধিকার দেওয়া হলেও সম্প্রতি পরিচিত বড় সংবাদমাধ্যমগুলোর ব্যাজ ফেরত দেওয়ার পর পেন্টাগন নতুন করে যেসব সাংবাদিককে সুযোগ দিচ্ছে, তাদের বেশিরভাগই ট্রাম্পপন্থী গণমাধ্যমকর্মী। তাদের নিয়ে মঙ্গলবার একটি ব্রিফিংও আয়োজন করা হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত করার অভিযোগে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হোয়াইট হাউসের তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিল। ‘গালফ অব মেক্সিকো’ কে সরকারি নির্দেশে ‘গালফ অব আমেরিকা’ না লেখায় এপির প্রেস অ্যাক্সেস বাতিল করা হয়েছিল বলে অভিযোগ।

পরে আদালতের প্রাথমিক আদেশে এপি অনুকূলে রায় দেওয়া হলেও সরকারের আপিলের শুনানি পর্যন্ত তা সাময়িকভাবে স্থগিত রয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor