নিউইয়র্ক সিটির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের এআই নির্মিত চিত্র। ছবি: গ্রোক
প্রথমে একটি বাড়িতে আগুন লাগলেও পরমুহূর্তেই তা পাশাপাশি থাকা বাকি বাড়িগুলোতেও বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের দাবদাহে একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি বাকি ৪টি বাড়ির বিভিন্ন অংশও ব্যপক ক্ষতিগ্রস্ত হয়। নিউ ইয়র্ক সিটির কুইন্সে একসঙ্গে ৫টি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার ফাইটারকর্মীসহ ২জন গুরুতর আহত হয়েছেন।
আইউইটনেস নিউজ জানায়, সোমবার রাত ১০টা ৫০ মিনিটে রিচমন্ড হিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, প্রথমে একটি বাড়িতে আগুন লাগলেও পরমুহূর্তেই তা পাশাপাশি থাকা বাকি বাড়িগুলোতেও বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের দাবদাহে একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি বাকি ৪টি বাড়ির বিভিন্ন অংশও ব্যপক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার ভয়াবহতা জানিয়ে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ‘আমি পাঁচ ব্লক দূরে থেকেও জানালা দিয়ে আগুনের তীব্র শিখা দেখতে পাই।’
আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হন ২০০জনের বেশি ফায়ার ফাইটারকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলটির সময় লাগে প্রায় কয়েক ঘণ্টা।
ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস-ইএমএস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িগুলোর ১৬জন সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে আনেন।
ভবন পরিদর্শনকারীর একটি দল ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কোনগুলো আবার বসবাস উপযোগী করা যাবে, তা পর্যবেক্ষণ করছে।
Publisher & Editor