মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

প্রথমবারের মতো বিশ্বসেরা একাদশে নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

প্রকাশিত: ০৭:০৩, ০৪ নভেম্বর ২০২৫ | ১৬

বিশ্বজুড়ে ২০ হাজারেরও বেশি পেশাদার ফুটবলারের ভোটে নির্বাচিত হয় ফিফপ্রো বর্ষসেরা একাদশ। ২০০৫ সালে শুরু হওয়া এই তালিকায় দক্ষিণ আমেরিকা অঞ্চলের ব্রাজিল-আর্জেন্টিনা থেকে প্রতিবছরই সেরা একাদশে থাকত বড় সব তারকার নাম। তবে প্রথা ভেঙে ২০ বছর পর এবারের বর্ষসেরা একাদশের তালিকায় নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের নাম! 

লিওনেল মেসি, রোনালদিনহো, রিকার্ডো কাকা, নেইমার থেকে কাফু-মার্সেলো-দানি আলভেস-থিয়াগো সিলভা নামগুলো একসময় জ্বলজ্বল করত ফিফপ্রোর একাদশে। গোলরক্ষকের ভূমিকায় দিদা-আলিসন-এদেরসনরাও ছিলেন নানা সময় এই তালিকায়।
 
এর মধ্যে, সবচেয়ে বেশি ১৭ বার এই তালিকায় ছিলেন আর্জেন্টাইন জাদুকর মেসি। এরপর ৮ বার তালিকায় ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রাইট ব্যাক দানি আলভেস, আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো ৬ বার তালিকায় ছিলেন। এ ছাড়া তিনবার করে সেরা একাদশে ছিলেন, রোনালদিনহো, কাকা ও থিয়াগো সিলভা। 

ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ (২০২৫)

গোলরক্ষক : জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি / ম্যানচেস্টার সিটি, ইতালি) 

ডিফেন্ডার : ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল), 

মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)

ফরোয়ার্ড : উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন) 

Mahfuzur Rahman

Publisher & Editor