শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প: প্রাক্তন উপদেষ্টা

প্রকাশিত: ০৩:০৩, ২৫ অক্টোবর ২০২৫ |

ডোনাল্ড ট্রাম্প আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং তৃতীয়বারের মতো এই পদে অধিষ্ঠিত প্রথম ব্যক্তি হতে পারেন। ট্রাম্পের সাবেক প্রধান রাজনৈতিক কৌশলবিদ এবং উপদেষ্টা স্টিভ ব্যানন এমনটাই বলেছেন।

দ্য ইকোনমিস্টের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যানন বলেন, 'তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে চলেছেন। ট্রাম্প ২০২৮ সালে প্রেসিডেন্ট হতে চলেছেন। জনগণকে কেবল এর সঙ্গে মানিয়ে নিতে হবে।'

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীতে ১৯৫১ সাল থেকে প্রেসিডেন্টের কার্যকাল দুই মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে সাক্ষাৎকারগ্রহীতার প্রশ্নের জবাবে ট্রাম্পের সাবেক উপদেষ্টা বলেন, 'অনেকগুলো বিকল্প রয়েছে। এই বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপগুলো যথাযথ সময়ে ঘোষণা করা হবে। তার অধীনে আমরা যা শুরু করেছি, তা শেষ করতে হবে।'

ট্রাম্প আর আগে তৃতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা উন্মুক্ত রেখেছিলেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, তিনি বিচার বিভাগকে ২০২৮ সালের নির্বাচনে নিজের সম্ভাব্য অংশগ্রহণের বৈধতা যাচাই করার নির্দেশ দিয়েছেন।

তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প এনবিসি নিউজকে বলেছিলেন, তিনি আর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রাখেন না।

Mahfuzur Rahman

Publisher & Editor