শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

গ্রিল করা আনারসের সঙ্গে আইসক্রিম, দেখুন রেসিপি

প্রকাশিত: ১২:০৪, ২২ অক্টোবর ২০২৫ | ১১

উপকরণ
আনারস: ১টি

ভ্যানিলা আইসক্রিম: ২ স্কুপ (প্রয়োজনমতো)

মাখন: ১ চা-চামচ

চিনি: ১ টেবিল চামচ

প্রণালি
আনারসের খোসা ফেলে টুকরা করে নিন।

গ্রিল প্যানে সামান্য মাখন ও চিনি দিয়ে দিন।

আনারস দিয়ে এক মিনিট ভেজে তুলে নিন।

পরিবেশনপাত্রে আইসক্রিমসহ পরিবেশন করুন।

Mahfuzur Rahman

Publisher & Editor