শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

বোলতা

প্রকাশিত: ১৫:১০, ২১ অক্টোবর ২০২৫ | ৪১

সেইদিন দুপপুরে রোদ ছিল চড়াতে

গাছতলা বসলে কি কেউ পারে নড়াতে?

ঘুম ঘুম চোখ দুটো মজা খুব ছায়াতে

তবু পাখা একখানা ছিল এই বাঁ হাতে।
 

গোটাকয় ছেলে দেখি মেতে আছে খেলাতে

খেয়াল কেউ করছে না ক’টা বাজে বেলাতে।

দূর থেকে দেখে ওরা গাছে বসা চিলকে

তাক করে ছুড়ছিল হাত দিয়ে ঢিলকে।
 

উড়ে গেল চিল যেই হো হো হাসে খোকারা

তক্ষুনি ধেয়ে আসে কাছে কিছু পোকারা।


যে সে পোকা নয় ওরা বদরাগী বোলতা

ঠোঁটে হুল ফুটালেই ফুলে পুরো ঢোল তা।
 

ছটফট করে ডাকি,’ গেলি তোরা কইরে’

পালিয়েছে ছেলেগুলো নেই হইচই রে।

তিন দিন পরে ঠোঁট গেছে বটে শুকিয়ে

বোলতার ভয়ে তবু আজও থাকি লুকিয়ে।

Mahfuzur Rahman

Publisher & Editor