শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস থেকে এনআইডি কার্ড প্রদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ১৫:৩৪, ১০ অক্টোবর ২০২৫ | ১৬

যুক্তরাষ্ট্র প্রবাসীদের এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে আজ ৫ অক্টোবর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখতার আহমেদ, সিনিয়র সচিব, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত তারেক মো: আরিফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল এটিএম আবদুর রউফ মন্ডল। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ কম‍্যুনিটির অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মধ‍্য দিয়ে এনআইডি কার্ড প্রদান করা হবে বলে জানান। যার মধ‍্য দিয়ে প্রথমবারের মত প্রবাসীরা ভোট প্রদান করতে পারবেন। এ সংক্রান্ত যাবতীয় বিষয় ওয়েবসাইটে প্রদান করা হবে।
উল্লেখ্য নিউইর্য়ক, মিয়ামি ও লসঅ‍্যাঞ্জেলসের বাংলাদেশ কনস্যুলেটেও এনআইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

Mahfuzur Rahman

Publisher & Editor