শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

সমুদ্র কেন নীল?

প্রকাশিত: ০৮:১০, ১০ অক্টোবর ২০২৫ | ২৫

আমরা জানি পানি স্বচ্ছ। তার কোনো রং নেই। তবু বিশাল সমুদ্রের পানি দূর থেকে কেন নীল দেখায়? প্রশ্নটা অনেক দিন ধরেই মনে আসছিল। পরে বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে উত্তর জানার চেষ্টা করেছি।

তোমাদেরও জানাই সেটা। তোমরা হয়তো জানো, সূর্যের আলোয় সাতটি রং থাকে। সূর্যের সাদা আলো সমুদ্রের পানিতে পড়লে তা বিভিন্ন রঙে বিভক্ত হয়। যখন এই আলো পানিতে এসে পড়ে; তখন লাল, কমলা ও হলুদ রং সহজেই শোষিত হয়ে যায়।

কারণ এই রংগুলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তবে  নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কম বলে এই রং সবচেয়ে কম শোষিত হয়। সমুদ্রের পানিতে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয়ে নীল রঙের ছটা আবার আমাদের চোখে ফিরে আসে। ফলে আমাদের চোখে সমুদ্র নীল দেখায়।

অনেকে ভাবে, এটি আকাশের প্রতিফলন, কিন্তু সেটি আংশিক সত্য। প্রকৃতপক্ষে সমুদ্রের নীল রঙের পেছনে রয়েছে আলোক শোষণ ও প্রতিফলনের বিজ্ঞান। তবে সব সমুদ্র সব সময় নীল নয়—পানির গভীরতা, শৈবাল, তলদেশ ও আকাশের অবস্থা অনুসারে রং বদলে যেতে পারে। সমুদ্রের এই নীল সৌন্দর্য শুধু মন ভোলানো নয়, প্রকৃতির অসাধারণ বিজ্ঞানেরও প্রকাশ।

Mahfuzur Rahman

Publisher & Editor