মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বাড়িতে কীভাবে বানাবেন নারকেল-ক্ষীরের নাড়ু

প্রকাশিত: ০৩:২৯, ০৬ অক্টোবর ২০২৫ | ১৪

উপকরণ
কোরানো নারকেল ২ কাপ, ঘি ১ টেবিল চামচ, ঘন দুধ বা ক্ষীর ১ কাপ, চিনি ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ বা রুচি অনুযায়ী ও এলাচিগুঁড়া আধা চা-চামচ।

প্রণালি
কড়াইতে ঘি গরম করে নিন। কোরানো নারকেল দিয়ে হালকা নেড়ে নিতে হবে। এরপর ঘন দুধ বা ক্ষীর দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। চিনি দিয়ে দিন। মিশ্রণটিকে ঘন হতে দিন। এলাচিগুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটিকে হাত দিয়ে ধরলে যখন আঠালো মনে হবে, তখন চুলা থেকে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। হাতে অল্প ঘি মেখে ছোট ছোট গোল নাড়ু বানিয়ে নিন। চাইলে কিশমিশ বা বাদামকুচি দিয়ে সাজাতে পারেন।

Mahfuzur Rahman

Publisher & Editor