পোর্টল্যান্ড শহরকে ‘যুদ্ধবিধ্বস্ত’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। ওরেগনের কর্মকর্তারা জানান, ট্রাম্পের এমন আখ্যা হাস্যকর।
পোর্টল্যান্ডে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন কর্তৃক সেনা মোতায়েন সাময়িকভাবে আটকে দিয়েছেন ওরেগনের ফেডারেল এক বিচারক।
আইউইটনেস নিউজ জানায়, ওরেগন ও পোর্টল্যান্ডের করা মামলার পরিপ্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ ক্যারিন ইমারগাট শনিবার এ আদেশ দেন।
এর আগে ডিফেন্স ডিপার্টমেন্ট জানিয়েছিল, ফেডারেল নিয়ন্ত্রণে রেখে ওরেগন ন্যাশনাল গার্ডের ২০০ সদস্যকে ৬০ দিনের জন্য পোর্টল্যান্ডে মোতায়েন করা হবে। এর লক্ষ্য যেসব স্থানে বিক্ষোভ হচ্ছে কিংবা হতে পারে, সেসব জায়গায় ফেডারেল সম্পত্তি রক্ষা করা।
পোর্টল্যান্ড শহরকে ‘যুদ্ধবিধ্বস্ত’ আখ্যা দিয়েছিলেন ট্রাম্প।
ওরেগনের কর্মকর্তারা জানান, ট্রাম্পের এমন আখ্যা হাস্যকর।
পোর্টল্যান্ডে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ভবনে সম্প্রতি রাতের বেলায় বিক্ষোভ হয়।
সেনা মোতায়েন ঘোষণার আগে সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব বিক্ষোভে অল্প কিছু মানুষ জড়ো হন।
Publisher & Editor