স্থানীয় সময় রাত প্রায় ১ টা ৫০ মিনিটে হাসপাতালের কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। মেক্সিকান নাগরিক এবং সাবেক ডিএসিএ সুবিধা প্রাপ্ত এক অভিবাসী রবিবার ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের হেফাজতে মারা গেছেন বলে নিশ্চিত করেছে ফেডারেল কর্তৃপক্ষ।
সিবিএস নিউজ জানায়, ১৭ আগস্ট এনফোর্সমেন্ট এজেন্টদের অভিযানের সময় ৩৯ বছর বয়সী ইসমাইল আয়ালা-উরিবেকে গ্রেপ্তার করেন এজেন্টরা। অভিবাসন প্রক্রিয়ার জন্য ২২ আগস্ট তাকে অ্যাডেলান্টো আইসিই প্রসেসিং সেন্টারে স্থানান্তর করা হয়।
আইস এক বিবৃতিতে জানায়, আয়ালাকে ১৮ সেপ্টেম্বর একটি অন-কল চিকিৎসক পরীক্ষা করেন এবং তাকে প্রয়োজনীয় ওষুধ দেন। শনিবার তার ফোড়া বা সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে তাকে সার্জারির পরামর্শ দেয়া হয়। চিকিৎসকরা বলেন, তার রক্তচাপ বেশি ছিল এবং হার্টের গতি স্বাভাবিক ছিল। তবে স্থানীয় সময় রাত প্রায় ১ টা ৫০ মিনিটে হাসপাতালের কর্মীরা তাকে অচেতন অবস্থায় পান। এক ঘণ্টার কম সময়ের মধ্যে সমস্ত জীবনরক্ষা প্রচেষ্টা সত্ত্বেও তিনি মারা যান।
আয়ালার মা লুসিয়া আয়ালা সিবিএস নিউজকে জানান, শনিবারই তিনি শেষবার আয়লার সাথে দেখা করেন। এসময় তাকে খুব ফ্যাকাশে দেখাচ্ছিল এবং তার হাত লাল দেখাচ্ছিল। তিনি জানান, আয়লা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মারা যান।
আয়ালার পরিবার জানিয়েছে, অ্যাডেলান্টোতে স্থানান্তরের সময় তার শারীরিক অবস্থা ভালো ছিল। তবে অরেঞ্জ কাউন্টির ফাউন্টেন ভ্যালি জেলে আটক থাকার পর প্রতি শনিবার পরিবার যখন তাকে দেখতে যায়, তখন তারা বুঝতে পারেন যে সে অসুস্থ। তারা তাকে চিকিৎসা নিতে বললেও, পরিবারের অভিযোগ কর্তৃপক্ষ আয়লাকে যথাযথ চিকিৎসা সেবা প্রদান করেনি।
এক বিবৃতিতে আইসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, হেফাজতে থাকা বন্দিদের জরুরি সেবা থেকে বঞ্চিত করা হয় না।
বিবৃতিতে বলা হয়েছে, আইস তাদের হেফাজতে থাকা সকলকে নিরাপদ, সুরক্ষিত এবং মানবিক পরিবেশে বসবাস নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যক্তিদের আগমনের মুহূর্ত থেকে এবং তাদের থাকার পুরো সময় জুড়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মেক্সিকান এই নাগরিক ১৫ বছরেরও বেশি সময় ধরে লস অ্যাঞ্জেলেস এলাকায় গাড়ি ধোয়ার কাজ করতেন। ১৭ আগস্ট অভিবাসন আইন প্রয়োগকারী অভিযানের সময় ফেডারেল এজেন্টরা তাকে আটক করে।
সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট আয়লার মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত করছে।
জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর আইসের হেফাজতে মারা যাওয়া ১৪তম বন্দী হচ্ছেন আয়লা। ক্যালিফোর্নিয়ার অভিবাসন আটক কেন্দ্রে এটিই প্রথম অভিবাসীর মৃত্যু।
Publisher & Editor