মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন আফঈদা

প্রকাশিত: ০৬:৫৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১২

স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ তরুণ-তরুণীকে 'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। 

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম। পুরস্কারপ্রাপ্তরা নগদ ১ লাখ টাকা বা প্রাইজবন্ড, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট পান। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন। সাতক্ষীরার এ ফুটবলার ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

এদিন যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানের জন্য তিন জন, শিক্ষা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দুই জন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দুই জন। জ্যেষ্ঠদের প্রতি আদর্শ সেবা/সমাজকল্যাণে অসাধারণ অবদানের জন্য তিন জন এবং ক্রীড়া, কলা ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানের জন্য দুই জনকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান উপদেষ্টা।

পরে প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার নেওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে আফঈদা নিজের অনুভূতি প্রকাশ করে লিখেন, 'আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত। প্রধান উপদেষ্টা মহোদয় ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড- ২০২৫ গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সকল ভালোবাসার মানুষের অবিরাম দোয়া ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য কখনো সম্ভব হতো না। বিশেষ ধন্যবাদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে, তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য। এই পুরস্কার শুধু আমার নয়-এটি সেই সকল তরুণের, যারা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখে এবং প্রতিদিন নিবেদিত প্রাণে কাজ করে যাচ্ছে।'

Mahfuzur Rahman

Publisher & Editor