শনিবার, ৩০ আগস্ট ২০২৫

মিনিয়াপোলিসে ফুটপাতে বন্দুকধারীর অতর্কিত হামলা, হতাহত সাতজন

প্রকাশিত: ০৬:৩৯, ২৮ আগস্ট ২০২৫ | ১১

ঘটনাস্থলে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়।গোলাগুলিতে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মিনিয়াপোলিসে ফুটপাতে মঙ্গলবার এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

এবিসি নিউজ জানায়, ফুটপাথে দাঁড়িয়ে থাকা এক দল লোকের ওপর শক্তিশালী রাইফেল ব্যবহার অতর্কিত হামলা করে বন্দুকধারী।

মিনিয়াপোলিসের পুলিশ প্রধান ব্রায়ান ও'হারা বলেন, ‘প্রকাশ্য দিবালোকে এই মাত্রার ফায়ারপাওয়ারের প্রয়োগ সম্পূর্ণ বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য।’

ও'হারা প্রেস ব্রিফিংয়ে জানান, বন্দুকধারী একটি গাড়িতে করে পালিয়ে যায়। হামলাকারীকে এখনও আটক করা সম্ভব হয়নি। সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।

পুলিশ প্রধান জানান, হতাহতরা একটি ক্যাথলিক হাই স্কুলের রাস্তার উল্টোদিকে ফুটপাতে দলবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বন্দুকের গুলি শনাক্তকরণ সিস্টেম শটস্পটার থেকে খবর পাওয়ার পর মিনিয়াপোলিস পুলিশ ঘটনাস্থলে যায়।

ও'হারা বলেন, ঘটনাস্থলে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলে এক ব্যক্তিকে মৃত অবস্থায় এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আরও ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

আহত ছয়জনের অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় ভুক্তভোগীদের সবাই প্রাপ্তবয়স্ক বলে ধারণা করা হচ্ছে।

ও'হারা বলেন, বন্দুকধারী প্রায় ১৫ গজ দূরে এক কোণে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি চালায়, তারপর একটি গাড়িতে করে পালিয়ে যায়। গোলাগুলিতে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাকারী সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ প্রধান।

Mahfuzur Rahman

Publisher & Editor