শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

শিক্ষার্থী, সাংবাদিকদের জন্য কঠোর ভিসা নীতির প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

প্রকাশিত: ০৬:৪২, ২৮ আগস্ট ২০২৫ | ১১

অ্যামেরিকান প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অ্যামেরিকায় এফ ভিসা পেয়েছে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী।
শিক্ষার্থী, বিদেশি সাংবাদিক এবং সাংস্কৃতিক বিনিময় দর্শনার্থীদের ভিসা আরও কঠোর করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বুধবার একটি সরকারি প্রস্তাবের মাধ্যমে এই পরিকল্পনার কথা জানানো হয়।

নতুন ভিসা কঠোর ভিসা নীতির আওতায় ভিসার মেয়াদ কতদিনের জন্য দেওয়া হবে তা কমানো বা নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ আগে যারা সহজভাবে দীর্ঘ সময় থাকার অনুমতি পেত, এখন তা সহজে পাওয়া যাবে না।

জানুয়ারিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকেই দেশে অভিবাসন কঠোর করার জন্য নানা পদক্ষেপ নিচ্ছেন। যার সবশেষ পদক্ষেপ এটি।

রয়টার্স জানিয়েছে, নতুন নিয়মে আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় দর্শনার্থী এবং বিদেশি সাংবাদিকরা আগে যেভাবে স্বয়ংক্রিয় বা সহজভাবে ভিসা সময় বাড়াতে পারত তা আর সম্ভব হবে না। নতুন নিয়মে তাদের অতিরিক্ত অনুমতি নেওয়ার প্রক্রিয়া পেরোতে হবে।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এফ ভিসা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের জন্য জে ভিসা, এবং সাংবাদিকদের জন্য আই ভিসার একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে।

বর্তমানে এই ভিসাগুলো প্রোগ্রামের মেয়াদ বা অ্যামেরিকায় কাজের সময় অনুযায়ী ব্যবহার করা যেত। নতুন নিয়মে সেই সময়সীমা আরও কড়াকড়ি করা হবে।

অ্যামেরিকান প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অ্যামেরিকায় এফ ভিসা পেয়েছে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী।

২০২৩ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া ২০২৪ অর্থবছরে অ্যামেরিকা প্রায় ৩,৫৫,০০০ এক্সচেঞ্জ ভিজিটর এবং ১৩,০০০ সাংবাদিককে ভিসা দিয়েছে।

বৈধ অভিবাসনের ওপর কঠোর নজরদারি করছে ট্রাম্প প্রশাসন। যার ফলে অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্টুডেন্ট ভিসা এবং গ্রিন কার্ড বাতিল হয়েছে, এবং লক্ষ লক্ষ অভিবাসীর আইনি মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে।

গত ২২ আগস্টের একটি মেমোতে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস জানায়, নাগরিকত্বের জন্য আবেদনকারীদের এলাকায় উপস্থিত হয়ে তাদের ঠিকানা, নৈতিক চরিত্র এবং অ্যামেরিকান আদর্শের প্রতি প্রতিশ্রুতি যাচাই করা পুনরায় শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

Mahfuzur Rahman

Publisher & Editor