শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

ইসরাইলে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির

প্রকাশিত: ০২:৫৯, ২৭ আগস্ট ২০২৫ | ১৪

ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার।

ইসরাইলি সেনারা সামাজিকা যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, ইসরাইলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ (ইসরাইলি বিমানবাহিনী) আটকে দিয়েছে।

হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে।

ইসরাইল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি-নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে।

Mahfuzur Rahman

Publisher & Editor