ইয়েমেনের রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)।
ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল জানিয়েছে, যখন হামলাটি হয় আল-রাহাওয়ি কয়েকজন সহকর্মীর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। হুতিদের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব স্টাফেরও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও তাদের মৃত্যুর বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রতিবেদন অনুযায়ী, এ হামলাটি ছিল সানার বাইরে হুতি সরকারের প্রতিরক্ষামন্ত্রীসহ প্রায় ১০ জন শীর্ষ মন্ত্রীর ওপর চালানো আরেকটি আক্রমণের বাইরে আলাদা অভিযান। ওই বৈঠকে হুতি নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। সেই হামলার ফলাফল এখনও পরিষ্কার নয়।
ইসরায়েলি চ্যানেল কান জানায়, রাহাভি এক বছর ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন, তবে আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে এন টুয়েলভের খবরে বলা হয়, তিনি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরাইলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।
আরব গণমাধ্যমগুলো জানায়, সানায় প্রায় ১০ দফা হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালিয়ে হুতি সরকারের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে।
Publisher & Editor