নিউইয়র্কে গত ১৭ আগস্ট রোববার বিপুল উৎসাহ-উদ্দীপনায় মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এস্টোরিয়ার রেইনি পার্কে আয়োজিত অনুষ্ঠানে সর্বস্তরের প্রবাসী মৌলভীবাজারবাসী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনী ও পেশার সর্বস্তরের মানুষের আগমনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। নান্দনিক ও নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা রেইনি পার্কের অনুষ্ঠানে বৃহত্তর সিলেট সহ বিভিন্ন জেলার মানুষের পাশাপাশি লন্ডন, কানাডা, মিশিগান, নিউজার্সি, ফিলাডেলফিয়া সহ বিভিন্ন দেশ ও শহর থেকে অনেক অতিথির অংশগ্রহনে মেলায় প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।
রং বে রং এর এক গুচ্ছ বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দ। মেলার বিশেষ আয়োজন ছিলো বিভিন্ন বয়সী ছেলে মেয়েদের উপস্থিতিতে নানান ধরনের ক্রীড়া প্রতিযোগীতা। এছাড়াও পুরুষদের দৌড় ও মহিলাদের ঐতিহ্যবাহী বালিশ খেলা সহ বিভিন্ন ধরনের আয়োজন উপভোগের মধ্যে সকাল হতে বিকেল পর্যন্ত সবাই পারিবারিক আমেজে সময় অতিবাহিত করেন। প্রতিযোগীতা শেষে শিশুদেরকে খেলনা ও মহিলাদেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। বনভোজনের শুরু থেকে তরমুজ সহ বিভিন্ন ধরনের পানীয়, তরুণ ছেলেমেয়েদের জন্য পিজ্জা, শিশুদের জন্য স্ন্যাকস এর পাশাপাশি নানা স্বাদের খাবার দিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এছাড়াও ছিলো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজন ও মিলনমেলার মূল আকর্ষন র্যাফেল ড্র এর মাধ্যমে নগদ বিজয়ীদেরকে এক হাজার ডলার, আইফোন, মাইক্রোওভেন ছাড়াও সহ বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
সুন্দর আয়োজনে অনুষ্ঠিত বনভোজনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা হাসনা বেগম। অনুষ্ঠানে অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি সোহান আহমদ টুটুল, সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলী, সাবেক সভাপতি তজমুল হোসেন, সহ সভাপতি (প্রথম) মোহাম্মদ জাবেদ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন। বনভোজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী, সমাজসেবা সম্পাদক জামাল আনসারী, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, কমিউনিটি এক্টিভিজ ও মূলধারার রাজনীতিক মেরি জোবাইদা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, নাইকোর চেয়ারম্যান রফিকুল বারী চৌধুরী রানা, প্রবীণ রাজনীতিক লুৎফর রহমান হেলাল, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি আবুল কালাম, জালালাবাদ এসোসিয়েশন সাবেক প্রেসিডেন্ট বদরুন নাহার খান মিতা, বাপার প্রতিষ্ঠাতা শামসুল হক ও সদস্য সৈয়দ এনায়েত, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, উপদেষ্টা আব্দুর রহমান, জালালাবাদ এসোসিয়েশন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, সাবেক সাধারণ জুনেদ খান ও আহমেদ জিলু, সাংগঠনিক সম্পাদক জিল্লু খান, ওয়াসী চৌধুরী, বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা কিনু চৌধুরী, কংগ্রেস ম্যান জামাল বৈউমেন, ডাক্তার জুন্নুন চৌধুরী, গোলাপগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সদস্য এনাম আহমেদ, শামসুল ইসলাম, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হোসেন. আবুল কালাম, নুরুল হক, কমিউনিটি এক্টিভিজ মোহাম্মদ জিন্নাহ, এম এ বাকী, লুটেনেন বিলাল উদ্দিন, পার্কচেস্টার জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন ইউএসএ’র সাবেক সভাপতি শাহ আলা উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ. রাজনগর সমিতির সভাপতি হেলাল খান, নুরে আলম জিকু, দুলাল তরফদার, সৈয়দ জুয়েল, নাহিদ আহমেদ, মবু খান, হেলাল তরফদার, জুয়েল খান, শাহ জাবের, শিপু আহমেদ, নাহিদ আহমে, লায়েককুল হাছান তরদার, জাহাঙ্গীর আলম, পারভেজ আহমেদ প্রমুখ।
এছাড়া বনভোজনের ক্রীড়া প্রতিযোগিতা সহ সার্বিক আয়োজনে অন্যান্যর মধ্যে সহযোগিতা করেন, কোষাধক্ষ্যঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদকঃ শাহীন আহমেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক নিখিল দেবনাথ, প্রচার সম্পাদকঃ রবিন আহমদ, সমাজ কল্যান ও ক্রীড়া সম্পাদকঃ জাবেদ আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ সত্যম দেব ও মহিলা বিষয়ক সম্পাদিকাঃ সুমেনা আহমদ সুমি। কার্যনির্বাহী সদস্যদের মধ্যে :-শাহীন হাসনাত, আলতাফ হোসেন, সৈয়দ পাভেল উদ্দিন, চমন উদ্দিন, জাকারিয়া সাহা, রিটন সরকার, মোঃ ফরহাদ চৌধুরী, মোঃ মহসিন মিয়া, হাছান আল ফাহাদ ও আরিফ আহমেদ। উপদেষ্টা পরিষদের মধ্যে :-আলহাজ্ব ফকরুল ইসলাম, সৈয়দ ছিদ্দিকুল হাছান, আব্দুল মছব্বির, সালেহ আহমদ চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, মিয়া মোঃ আলতাফ হোসেন, মিছবা মজিদ, দেওয়ান মোস্তাক রাজা, এজাজ আহমেদ, আব্দুল গফুর, মদব্বির আহমদ, দারাদ আহমদ, মোঃ আব্দুল হাকিম সুলেমান ও মোঃ শাহ জাহান খাঁন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শামিম কুরুবি,আব্দুল হান্নান, শিদ্বার্থ দাশ চৌধুরী,আব্দুর রহিম তাহুদ, তপবীর রায় বুরণ, সুমন দে,ফাল্গুনী দাশ,,মোহাম্মদ আলী জিন্নাহ, এম এ বাকী,আল আমিন জিলা,আজিজুর রহমান,মাসুক আহমদ,লাভলু আহমদ,মাহবুব আহমদ, রমযান আলী,মখন মিয়া,আব্দুল হাকিম,অজিত দেবনাথ লিটন,লাল মিয়া, নারায়ণ দে,নুরুল ইসলাম সৈয়দ ছাদিক,সৈয়দ ফাহমী, সৈয়দ ফাহীম আহমদ,হেলাল খান,হেলাল তরফদার,কামাল আহমেদ,মুহিব আহমদ,শাহান খান তারেক আহমদ, ইমরান হোসেন, ইকবাল হোসেন, শাহ রায়হান,বশির খান,মোহন ইসলাম, ,হাছান আহমেদ সুমন আহমদ সৈয়দ জিলাদ, সোহেল আহমদ, মুহিত আহমদ, সফি আহমদ সৈয়দ রাহাত,হাজী মুহিবুর রহমান,জালাল চৌধরী,তুহিন আহমদ,ইমরান তরফদার,মিরাসদার অসরাফ।
Publisher & Editor