শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত: ০২:৫০, ২৪ আগস্ট ২০২৫ | ১৯

নিউইয়র্কে ইস্ট রিভার নদীর তীরে, ব্রঙ্কস এর ওয়েস্ট ফেরি পয়েন্ট পার্কে গত ১০ ই আগস্ট রবিবার জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল “সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্” এর বার্ষিক বনভোজন ২০২৫। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিনকে আলোকিত করেন জনাব ডা: ইনামুল হক এমডি, সদস‍্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্ ও সভাপতি, বৃহওর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র ইনক্। সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল রউফ সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান, রেজা আব্দুলাহ, বিজয় কৃষ্ণ সাহা ও ডা: মোহাম্মদ মোক্তার আহমেদ। বনভোজন ২০২৫ এর শুভ উদ্ভোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক মোহাম্মদ নাঈম টুটুল, সদস‍্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্। গেস্ট অব অনার হিসেবে আসন অলংকৃত করেন জনাব আতাউর রহমান সেলিম সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্ ও ডা: ইয়াছমিন এমডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা জনাব জোনাইদ চৌধুরী, সদস‍্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্।

এন্টনি মইন চৌধুরী, এমডি তরিকুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সী,প্রধান উপদেষ্টা, সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্।

অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্ সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কার্যকরী সদস্য হারুন চেয়ারম্যান। বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) হাবিবুর রহমান বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ জহির উদ্দিন আজাদ, সভাপতি,বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন USA, হাজী আব্দুস শহীদ, সভাপতি, আমেরিকান বাংলাদেশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ, ইনক্ , মনোয়ারুল ইসলাম, সভাপতি, নিউইয়ার্ক বাংলাদেশ প্রেস ক্লাব, হেলাল চৌধুরী, জালাল চৌধুরী । বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্ এর সভাপতি, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদের সাবেক সভাপতি,সামাদ মিয়া জাকারিয়া, মোস্তাকুর রহমান লিটন, রায়হান পারভেজ, আশফাকুল হক চৌধুরী, শফিকুর রহমান। রোকন হাকিম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্। আব্দুল খালেক, সিইও, সাফাওয়ান ট্রাভেলস এন্ড মাল্টি সার্ভিস।

মোহাম্মদ আলী,ম‍্যানেজার, স্টার্লিং ডায়গোনোস্টিক, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ম‍্যানেজিং পার্টনার, এক্সিডেন্ট ল’ফার্ম, কিম এন্ড এসোসিয়েট, রেদোয়ানা রাজ্জাক সেতু, কেস ম‍্যানেজার,এক্সিডেন্ট ল’ফার্ম, কিম এন্ড এসোসিয়েট।
মোহাম্মদ আনোয়ার হোসেন, রিপ্রেজেনটেটিভ, ফিডেলিস কেয়ার।
নাফিকুর রহমান তুরান, ব্রঙ্কস কো-অডিনেটর, ফাস্ট এইড হোম কেয়ার। মোহাম্মদ রেজাউল হক রুহেল, ব্রাঞ্চ ম‍্যানেজার, গোল্ডেন এইজ হোম কেয়ার।
বাংলাদেশ মুক্তিযুদ্ধা সংসদ, নিউইর্য়ক স্টেট কমান্ড ইউ.এস.এ ইনক্ এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনজুর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, বীরমুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মতিন।
নূর মোহাম্মদ তফাদার সিইও মিলিনিয়াম টিভি।
ডিটেকটিভ (অব: ) মাসুদুর রহমান, সুমন চৌধুরী সিইও ফোন ক্লাব,বিহঙ্গ প্রিন্ট এর সিইএ, মামুনুর রশিদ, রায়হান।
তুহিন রিমা চৌধুরী ফাউন্ডেশনের, চেয়ারম‍্যান,রিমা চৌধুরী ও তুহিন চৌধুরী।
ডলি আক্তার, সহকারী ম্যানেজার, নিউইর্য়ক হাউজিং অথরিটি।
গ্রেটার কুস্টিয়া ডিস্ট্রিক্ট সমিতি ইউএসএ ইনক্, সাবেক সভাপতি, খন্দকার জমিরুল ইসলাম।
কুষ্টিয়া জেলা সমিতি অব ইউএসএ ইনক্ এর সভাপতি, মোঃ আশরাফুল আলম
সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্ এর কায়কোবাদ খান সভাপতি ও সাধারন সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল।
আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ ইউএসএ এর সভাপতি, আবুল খায়ের আকন ও সাধারণ সম্পাদক এইচএম মিজানুর রহমান।
কুমিল্লা সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সাবেক সভাপতি, মিয়া মোহাম্মদ দাউদ।

গ্রেটার সিরাজগঞ্জ ডিস্টিক সোসাইটি ইনক্ এর সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনক্ এর সভাপতি, শামীম আহমেদ, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদের সাবেক সভাপতি,সামাদ মিয়া জাকারিয়া, মোস্তাকুর রহমান লিটন, রায়হান
শফিকুর রহমান।
নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটি ইউ.এস.এ ইনক্ এর সভাপতি, শেখ জামাল হোসাইন ও সাধারণ সম্পাদক ইমরান আলী টিপু।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক্ এর সভাপতি,মাহবুব আলম।

সিপিএ জাকির চৌধুরী ,গোলাম মুহিত, মুহিত চৌধুরী, ফজর আলী
সাজুফতা সাহিত্য ক্লাবের সভাপতি, কবি জুলি রহমান, শিল্পী ও কবি নাসরিন চৌধুরী,
কবি কামরুন নাহার রিতা, কবি প্রফেসর ইলিয়াছ হোসেন, কবি মেহের চৌধুরী, কবি সুরাইয়া আলম লাকি, সুমনা সাহিদা রায়হান।
মিথুন দেব, সিইও , মিথান ডেন্স একাডেমি।
বনভোজন ২০২৫ উযাপন কমিটিতে ছিলেন:-
সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশী কমিউনিটি ইনক্ বনভোজন ২০২৫ উযাপন কমিটিতে ছিলেন আহ্বায়ক: আব্দুস ছালাম।
সদস‍্য সচিব: আলতাফ হোসেন ।
যুগ্ম-আহ্বায়ক: জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল।
প্রধান সমন্বয়কারী: খবির উদ্দিন ভূঁইয়া।
সমন্বয়ক: কামাল উদ্দিন, অধ্যক্ষ সানাউল্লাহ, হাছান আলী, মিয়া মোহাম্মদ দাউদ , দেওয়ান মোতাসির আলী মঞ্জু।
কোষাধ্যক্ষ: কর্পোরাল ( অব:) আব্দুল মতিন।
ক্রিয়া সম্পাদক: এম এ নাসির, আতিকুর রহমান, লিয়াকত আলী, সুধাংশু কুমার মন্ডল।
যাতায়াতের জন্য সকাল থেকে গাড়ীর ব্যবস্থা, নামাজের ব্যবস্থা,রং বেরঙের তাবু, বসার চেয়ার, বিশাল ছায়া ঘেরা পরিবেশে সুসজ্জিত মঞ্চ ছিল দৃস্টি নন্দনিয়।
বালক-বালিকা, নারী ও পুরুষদের ৯ টি ইভেন্টে আকর্ষণীয় খেলা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, সহযোগীতা করেন ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, কবি সুধাংশু কুমার মন্ডল, কবি আবু তাহের চৌধুরী, আতিকুর রহমান।
মামার বাড়ি আম কুড়ানো, দৌড়, লক্ষে বল নিক্ষেপ, হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা এবং ২২ টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে রাফেল ড্র।
রাফেল ড্র আকর্ষণীয় ৫০১$ ক‍্যাশ পুরস্কার টির সৌভাগ্যবান কে খুঁজে পাওয়া যায়নি। টিকিট নং ৫২৭০৩৬০।
বনভোজন ২০২৫ খেলা উৎসর্গ করা হয়েছে মরহুম হুমায়ন কবির, জিঁবন বিশ্বাস, মরহুম এমডি আঃ কাইয়ুম, মরহুম মফিজ উদ্দিন মাছুম, মরহুম রফিকুল ইসলামের স্মরনে।
মামার বাড়ি আম কুড়ানো খেলায় ১ম লাবিল, ২য় আরহাম, ৩য় মুহাস ও ৩য় মাহাদি
বালিকা একক দৌড় খেলায় ১ম ফাইজা রহমান, ২য় মুনজিরাত জিল্লুর আরিশা, ৩য় ফারহিন।
ছেলে দৌড় খেলায় ১ম অসিল, ২য় জাহিয়ান তাওরাত সাদ, ৩য় ইহান।
নারী একক হাঁড়ি ভাঙ্গা খেলায় ১ম আয়রিন আক্তার, ২য় ডলি আক্তার, ৩য় পুশন ও ৩য় মাধবী।
পুরুষ একক হাঁড়ি ভাঙ্গা খেলায় ১ম হারুনার রশিদ, ২য় শহিদুল ইসলাম, ৩য় আব্বাস আলী।
পুরুষ একক লক্ষে বল নিক্ষেপ খেলায় ১ম সরওয়ার চন্দন, ২য় রেহান উদ্দিন,৩য় আক্তারুজ্জামান হ‍্যাপি
নারী একক বালিশ খেলায় ১ম মাধবী,২য় হাসিনা, ৩য় ফারজানা।
বাংলার মন মাতানো গান পরিবেশন করেন মনিকা দাস, রায়হান, বাদশা সালামত, ননী মল্লিক, হিরা লাল দাস, শহিদুল হক, সুবেদার (অব:) ইব্রাহিম, আক্তারুজ্জামান হ‍্যাপি সহ অনেকে।
অতিথিদের মাঝে রান্না করা সুস্বাদু খাবার, জুস, কোমল পানীয়, ফ্রেশ পানি, চিপস, তরমুজ, ঝাল-মুড়ি, গরম চা পরিবেশন করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor