শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

লিজনেয়ার্স রোগে ষষ্ঠ ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ০৭:০৩, ২২ আগস্ট ২০২৫ | ১৫

এ রোগে ১১১ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল হারলেমে লিজনেয়ার্সে আক্রান্ত আরও একজনের মৃত্যূ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এ নিয়ে নগরে রোগটিতে ছয়জনের মৃত্যু হয়েছে।

আইউইটনেস নিউজ বৃহস্পতিবার জানায়, এ রোগে ১১১ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে, যাদের মধ্যে সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট বর্তমানে সেন্ট্রাল হারলেমের ১০০২৭, ১০০৩০, ১০০৩৫, ১০০৩৭ ও ১০০৩৯ জিপ কোডভুক্ত এলাকায় লিজনেয়ার্স রোগের প্রাদুর্ভাব তদন্ত করছে।

হারলেমে লিজনেয়ার্স রোগের প্রাদুর্ভাবের পর স্টেইটের হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছিল, নগর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া যথাযথভাবে পর্যালোচনা করা হবে।

ছয়টি প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি শতাধিক মানুষের সংক্রমণের জন্য দায়ী এ প্রাদুর্ভাবের সঙ্গে ১২টি কুলিং টাওয়ারের সংশ্লিষ্টতা রয়েছে। এসব কুলিং টাওয়ারের কয়েকটি হারলেম হসপিটালসহ নগর কর্তৃপক্ষের মালিকানাধীন ভবনে অবস্থিত।

বিজ্ঞানীরা ডিএনএ পরীক্ষা করে কোন কুলিং টাওয়ার বা টাওয়ারগুলো লোকজনকে অসুস্থ করেছে, তা শনাক্তের চেষ্টা করছেন।

কুলিং টাওয়ারগুলো থেকে সংগৃহীত পানি সপ্তাহব্যাপী প্রক্রিয়ার মধ্য দিয়ে ডিপার্টমেন্ট অব হেলথের লিজনেলা ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।

পরীক্ষার আরেকটি পদ্ধতি হলো একটি থালায় সরাসরি ড্রপলেট রাখা। এর মধ্য দিয়ে ব্যাকটেরিয়ার জন্ম পর্যবেক্ষণ করা হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor