শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

নিউইয়র্কে রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালন

প্রকাশিত: ০৩:১১, ১৮ আগস্ট ২০২৫ | ১৯

নিউইয়র্কে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলি খানের ৪১তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। গত ৬ আগস্ট ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট নানা আয়োজনে দিবসটি পালন করে। এ উপলক্ষে সংগঠনটি স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। রিয়ার এডমিরাল মাহবুব আলি খান স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র’র সভাপতি ইমান খান ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আলমগীরের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠাতা সদস্য মোশাররফ হোসেন সবুজ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির’র সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা তোফায়েল চৌধুরী লিটন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, লিয়াকত আলী, আনোয়ারুলল আলম ভূইয়া, এডভোকেট আতিকুর রহমান সাবু, শাহ কামাল উদ্দিন, মোমতাজ উদ্দিন, সুলতান মাহমুদ সিদ্দিকি, দুলাল রহমান, তপদির রায় বোরন, মোঃ আলী রাজা, সেবুল খান মাহবুব সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। স্মরণ সভায় বক্তারা বলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলি খান একজন খাঁটি দেশপ্রেমিক, নিবেদিত প্রাণ, কর্মঠ। এ কর্মবীর বিরামহীনভাবে দেশের জন্যে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি বাংলাদেশের জন্য যে ভুমিকা রেখে গেছেন তা স্বর্ণাক্ষরে লিখা থাকবে। বক্তরা বলেন, মাহবুব আলি খান শুধু সিলেটের নয় তিনি বাংলাদেশের গৌরব।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফিজ ইবাদুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে এডমিরাল মাহবুব আলি খানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপি ছাড়াও কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে তবারক বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুকে লাইভ সম্প্রচারিত হয়।

Mahfuzur Rahman

Publisher & Editor