শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি শিশু নিহত

প্রকাশিত: ১৩:০১, ১৩ আগস্ট ২০২৫ | ২৮

হিমির বাবা হৃষিকেশের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তার তিন সন্তানের মধ্যে হিমি ছিল মেজো। নিউ ইয়র্ক স্টেইটের বেলমন্ট লেক স্টেইট পার্ক এলাকায় সড়ক দুর্ঘটনায় ২৭ মাস বয়সী বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে, যার তার নাম হিতৈষী প্রার্থনা রায় হিমি।

তার বাবা হৃষিকেশ রায় জানান, রবিবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে পার্কে বেড়াতে যান তিনি। ওই সময় পার্কিং লটে থেমে থাকা একটি গাড়ির সামনে দিয়ে রাস্তা পার হন তিনি। তার পেছনে আসছিল একমাত্র কন্যা হিমি।

তিনি জানান, হঠাৎ করে থেমে থাকা গাড়িটি চলতে শুরু করে হিমিকে ধাক্কা দেয়। গাড়ির আঘাতে মৃত্যু হয় শিশুটির।

এ ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

হিমির বাবা হৃষিকেশের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। তার তিন সন্তানের মধ্যে হিমি ছিল মেজো।

Mahfuzur Rahman

Publisher & Editor