শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

পেনসিলভেনিয়ায় বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত অনেকে

প্রকাশিত: ০৩:১৯, ১২ আগস্ট ২০২৫ | ১৮

কাউন্টির ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ক্যাসি রেইগনার জানান, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা জানা যায়নি, তবে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক নয়। পেনসিলভেনিয়ার একটি স্টিল কারখানায় সোমবার বিস্ফোরণের ঘটনায় একজনের প্রাণহানির পাশাপাশি দুজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিস্ফোরণে অনেকেই আহত হয়েছেন।

অ্যালেগেইনি কাউন্টি পুলিশের বরাতে এবিসি নিউজ জানায়, পিটসবার্গ থেকে প্রায় ১৫ মাইল দূরে ইউএস স্টিল ক্লেয়ারটন কোক ওয়ার্কস প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন লোকজন। তাদের উদ্ধারে তৎপরতা শুরু হয় বলে জানান অ্যালেগেইনি কাউন্টির কর্মকর্তারা।

কাউন্টির ইমার্জেন্সি সার্ভিসেসের মুখপাত্র ক্যাসি রেইগনার জানান, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা জানা যায়নি, তবে আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক নয়।

অ্যালেগেইনি কাউন্টির যোগাযোগবিষয়ক পরিচালক আবিগেইল গার্ডনার জানান, বাতাসের মান তদারকিতে ঘটনাস্থলে রয়েছে হেলথ ডিপার্টমেন্ট।

পেনসিলভেনিয়ার গভর্নর জোশ শ্যাপিরো জানান, তার প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গভর্নর জানান, ঘটনাস্থলে এখনও বিস্ফোরণের প্রভাব রয়েছে। নিকটস্থ লোকজনের উচিত স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা।

বিস্ফোরণের পর সাড়া দিয়েছে ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস।

Mahfuzur Rahman

Publisher & Editor