ট্রাম্প বলেন, ‘আমরা রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি এবং তারপর আমরা অন্য শহরগুলোতেও নজর দেব, তবে অন্য শহরগুলো এখন আমরা কী করছি, তা নিয়ে চিন্তাভাবনা করছে।’ রাজধানী শহর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ৮০০ সেনা মোতায়েন পরিকল্পনার পাশাপাশি নিউ ইয়র্কসহ গুরুত্বপূর্ণ আরও কিছু শহরের আইনশৃঙ্খলায় ফেডারেল নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ইউএসএ টুডে জানায়, সোমবারের সংবাদ সম্মেলনে আলাদা করে নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলেস, বাল্টিমোর, শিকাগো ও ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের নাম নেন ট্রাম্প। এর অর্থ হলো আগামীতে এ শহরগুলোর সড়কে দেখা যেতে পারে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি।
ট্রাম্প বলেন, ‘এটার (অপরাধ) কারণে আমরা শহরগুলোকে হাতছাড়া করতে যাচ্ছি না। এটি (ফেডারেল নিয়ন্ত্রণ) আরও দূর যাবে।
‘আমরা খুব শক্তভাবে ডিসিকে দিয়ে শুরু করছি এবং আমরা একে (ডিসি) দ্রুত শৃঙ্খলায় আনতে যাচ্ছি।’
অন্য শহরগুলোকে নিয়ে পরিকল্পনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প, তবে সোমবার তিনি যে দুটি নির্বাহী স্মারকে সই করেছেন, তার একটিতে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথকে বিভিন্ন স্টেইটের গভর্নরের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। এ ছাড়া প্রয়োজন হলে আরও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের আদেশ অনুমোদনের কথাও বলা হয়েছে ডিফেন্স সেক্রেটারিকে।
ট্রাম্প বলেন, ‘আমরা রাজধানীকে ফিরিয়ে আনতে যাচ্ছি এবং তারপর আমরা অন্য শহরগুলোতেও নজর দেব, তবে অন্য শহরগুলো এখন আমরা কী করছি, তা নিয়ে চিন্তাভাবনা করছে।’
রিপাবলিকান প্রেসিডেন্ট যেসব শহরের নাম উল্লেখ করেছেন, সেগুলোর প্রতিটিতে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র। এ ছাড়া স্টেইটে আছেন ডেমোক্র্যাটিক গভর্নর। তাদের আওতাধীন এলাকার জন্য ট্রাম্পের হস্তক্ষেপ চাওয়ার অনুরোধের সম্ভাবনা ক্ষীণ।
Publisher & Editor