শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

হট চকলেটে গর্ভপাতের বড়ি মেশানোর অভিযোগে মেরিনের নামে মামলা

প্রকাশিত: ০৩:১৭, ১২ আগস্ট ২০২৫ | ১৩

এ বিষয়ে ৩৪ বছর বয়সী কুপরাইডার সোমবার কোনো মন্তব্য করতে রাজি হননি। হট চকলেটে প্রায় এক ডজন গর্ভপাতের বড়ি মিশিয়ে অনাগত সন্তান হত্যার অভিযোগে মেরিনসের এক সদস্যের নামে মামলা করেছেন টেক্সাসের এক নারী।

এনবিসি নিউজ জানায়, ফেডারেল একটি আদালতে সোমবার এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বাদী লিয়ানা ড্যাভিস জানান, গত ৫ এপ্রিল বিবাদী ক্রিস্টোফার কুপরাইডার তার জন্য হট চকলেট তৈরি করে কাপে গোপনে গর্ভপাতের ১০টি বড়ি মেশান। এরপর কুপরাইডার বাড়ি ছেড়ে চলে যান। হট চকলেট পান করে বাদীর প্রচুর পরিমাণে রক্তক্ষরণের সময় কোনো সাড়া দেননি বিবাদী।

এ বিষয়ে ৩৪ বছর বয়সী কুপরাইডার সোমবার কোনো মন্তব্য করতে রাজি হননি। ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট ফর দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসে করা মামলায় কয়েকটি খুদেবার্তা সংযুক্ত করা হয়। এসব বার্তা ৩১ জানুয়ারি থেকে বিনিময় করেন বাদী ও বিবাদী।

লিয়ানার অভিযোগ, তিনি গর্ভবতী হওয়ার পর কুপরাইডার সন্তান নিতে চান না বলে জানান। তিনি দুজনের মধ্যে ‘প্রেমের সম্পর্ক নেই’ দাবি করে বলেন, মা-বাবা দুজনই বড় না করতে পারলে পৃথিবীতে সন্তান আনা হবে ভুল।

মামলায় শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, গত ২ এপ্রিল দেওয়া খুদেবার্তায় ‘উষ্ণ শিথিলকারক চা’ বানানোর প্রস্তাব দেন কুপরাইডার। সে সময় আট সপ্তাহের অন্তঃসত্ত্বা লিয়ানা তার এ প্রস্তাব গ্রহণ করেন।

পরে লিয়ানার করপাস ক্রিস্টি শহরের বাসায় ৫ এপ্রিল রাতে আসেন কুপরাইডার। মধ্যরাতের ঠিক আগে কুপরাইডার এক কাপ হট চকলেট তুলে দেন লিয়ানার হাতে।

মামলায় উল্লেখ করা হয়, হট চকলেট পানের ৩০ মিনিটের মধ্যে রক্তক্ষরণ শুরু হয় লিয়ানার। পরে একজন প্রতিবেশী লিয়ানাকে হাসপাতালে নিয়ে যায়, সেখানে তার অনাগত সন্তানের মৃত্যু হয়। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মেরিন কোর।

Mahfuzur Rahman

Publisher & Editor