ফিফা ক্লাব বিশ্বকাপের সময় ‘বড় চোট’ পেয়েছিলেন রদ্রি। আগামী মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে ব্যালন ডি’অর জয়ী এই মিডফিল্ডারের পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। অবশ্য রদ্রির চোটের ধরন নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
গার্দিওলা জানিয়েছেন, গত মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় সৌদি আরবের দল আল-হিলালের বিপক্ষে ৪-৩ গোলে হারা ম্যাচে চোট পান রদ্রি। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামা ২৯ বছর বয়সী এই ফুটবলার অতিরিক্ত সময়ের শুরুর দিকে মাঠ ছাড়েন। ব্রিটিশ গণমাধ্যমের খবর, কুঁচকির চোটে ভুগছেন এই তারকা।
২০২৪ সালের সেপ্টেম্বরে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার পর গত মে মাসে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরেন রদ্রি। ইতালিয়ান ক্লাব পালের্মোর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এই স্প্যানিয়ার্ডের নতুন চোটের কথা জানান ম্যানচেস্টার সিটি কোচ।
গার্দিওলা বলেন, ‘রদ্রি সেরে উঠছে, তবে আল-হিলালের বিপক্ষে ম্যাচে সে বড় চোট পেয়েছিল। গত কয়েকদিন ধরে সে ভালোভাবে অনুশীলন করেছে। আশা করি, আন্তর্জাতিক বিরতির পর (সেপ্টেম্বরে) সে পুরোপুরি ফিট থাকবে। আশা করি, এরপর সে কিছু সময় খেলতে পারবে। তবে গুরুত্বপূর্ণ হলো তার ব্যথা নেই। আমরা চাই না রদ্রি চোট নিয়ে ফিরে আসুক। সেটা এড়াতে সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’
আগামী ১৬ আগস্ট উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে সিটি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে এই মাসে লিগে আরও দুটি ম্যাচ খেলবে তারা।
Publisher & Editor