আমাদের জানা এটা, গুরুজনে কয়
কাঁচা কলা পেটফাঁপা করে নিরাময়।
পেটের ব্যারাম হলে মন বসে না যে
কাঁচকলা-ঝোল খেলে লাগে খুব কাজে।
ত্বরিত রান্না হওয়া ঝোলে ডোবা কলা
ভোজনে বন্ধ হবে পেটফাঁপা, জ্বলা।
কিন্তু কলার ঝোলে দেবে যদি আদা
সিদ্ধ হবে না কলা বুঝলেন দাদা।
তাইতো বচনে, বোলে বিষয়টা বলায়
ঘোর শত্রুতা হে আদায়-কাঁচকলায়।
Publisher & Editor