নাটোরের বড়াইগ্রামে চলমান জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ফেসবুক কমেন্টে হুমকি দেওয়ায় খোরশেদ আলম (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ।
রোববার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
খোরশেদ আলম উপজেলার আগ্রান গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার ‘বড়াইগ্রামের কণ্ঠস্বর’ নামে একটি ফেসবুক পেইজে পদযাত্রার অংশ হিসাবে বনপাড়ায় এনসিপির পথসভার প্রচারমূলক একটি লেখা দেওয়া হয়। এ লেখার নিচে ‘এসকে শারমিন খোরশেদ আলম’ নামের একটি আইডি থেকে ‘একটু আগে এক জায়গায় হাসনাত মার খাইছে এলাকাবাসীর, আসুক বনপাড়া, দেখি আমরা কি করতে পারি’ লিখে কমেন্ট করা হয়। পরে বিষয়টি এনসিপির পক্ষ থেকে জানানো হলে ডিবি পুলিশ ওই কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে ডিবি পুলিশ কমেন্টকারী খোরশেদ আলমকে গ্রেফতার করেছে।
Publisher & Editor