শনিবার, ০৫ জুলাই ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

প্রকাশিত: ০২:১২, ০৫ জুলাই ২০২৫ |

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্য চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি। গত ৩০ জুন অ্যাশফোর্ডে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার এজেন্ট জুলিয়ান ওউয়েন।

তিনি জানান, অভিনেতা কেনেথ কলি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর হঠাৎ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। ওউয়েন বলেন, ‘একটি সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দ্রুত তিনি কভিডে সংক্রমিত হন।

যা পরে নিউমোনিয়ায় রূপ নেয়। করোনা ও নিউমোনিয়ার কারণে মৃত্যুবরণ করেন কলি।’
 
১৯৩৭ সালের ৭ ডিসেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন কেনেথ কেলি। ১৯৭০ সালে টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখা কেনেথ ১৯৮০ সালের ‘স্টার ওয়ার্স’ সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান।

১৯৮৩ সালের ‘রিটার্ন অব দ্য জেডি’ সিনেমায় অ্যাডমিরাল পিয়েট চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান।
 
কেনেথ কোলি দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবনে একাধারে ব্রিটিশ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চে অভিনয় করে গেছেন। ‘দ্য জোকার’, ‘পারফরমেন্স’, ‘দ্য মিউজিক লাভারস’, ‘ফাইয়ার ফক্স’, ‘এ সামার স্টোরি’, ‘দ্য রেইনবো’, ‘দ্য লাস্ট আইসল্যান্ড’, ‘স্যাডো রান’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘গ্রিটিংস’ সিনেমাটি পরিচালনা করেন।

Mahfuzur Rahman

Publisher & Editor