শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্যালিফোর্নিয়ায় আতশবাজির কারখানায় আগুন, নিখোঁজ ৭

প্রকাশিত: ০২:১৮, ০৩ জুলাই ২০২৫ | ১০

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় একটি পটকা ও আতশবাজির কারখানায় আগুন ও বড় ধরনের বিস্ফোরণের পর থেকে সাতজন নিখোঁজ রয়েছেন।  বুধবার (০২ জুলাই) জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় অঙ্গরাজ্যটির রাজধানী স্যাক্রামেন্টো থেকে প্রায় ৬৪ কিলোমিটার পশ্চিমে ইয়োলো কাউন্টির এসপার্টো এলাকায় ঘটনাটি ঘটে।

রযটার্স স্থানীয় সংবাদ মাধ্যমে প্রদর্শিত উপর থেকে ধারণ করা ভিডিও ফুটেজের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণে বজ্রপাতের মতো আগুনের গোলা উঠে গিয়ে পুরো এলাকা কেঁপে ওঠে আর তাতে গুদামের মতো বড় একটি ভবন টুকরো টু্করো হয়ে যায়। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডুলি উঠতে থাকে, তার মধ্যেই কয়েক ডজন ছোট ছোট বিস্ফোরণ ঘটে।

ধারণা করা হচ্ছে, ওই কারখানাস্থলে মজুদ আতশবাজির গুদামে লাগা আগুন থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ফরেস্ট্রি এন্ড ফায়ার প্রটেকশনের মুখপাত্র জেসন ক্লে জানিয়েছেন, বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়া আগুনে আশপাশের ৭৮ একর এলাকার গাছপালা পুড়ে যায়।

এসপার্টো ফায়ার প্রটেকশন ডিস্ট্রিক্ট এর দমকল প্রধান কার্টিস লরেন্স ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘটনার শুরুতে আহত হওয়া দুইজনকে চিকিৎসা দেওয়া হয়েছে আর আরও সাতজন নিখোঁজ রয়েছেন।

Mahfuzur Rahman

Publisher & Editor