যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের ষ্ট্রারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে গত ২৭ জুন রোববার এ বর্ণিল অভিষেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র। বর্ণাঢ্য এ আয়োজনে প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সামাদ মিয়া জাকারিয়া এবং পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ এমরান আলী টিপু। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ এবং পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক েেশখ অলি আহাদ।
সংগঠনের নির্বাচন কমিশনার মো. শামীম মিয়ার পরিচালনায় নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম। এসময় অপর নির্বাচন কমিশনার আবু কায়সার চিশতী উপস্থিত ছিলেন।
অভিষিক্তরা হলেন : সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি মোস্তাকুর রহমান (লিটন), কাজী রবিউজ্জামান ও মো. ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ অলি আহাদ, সহ সাধারণ সম্পাদক সুরাইয়া আলম লাকি, কোষাধ্যক্ষ হুমায়ুন কবির সোহেল, সাংগঠনিক সম্পাদক দিপঙ্কর দেব সুমন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুরজিৎ কিশোর দাশ, প্রচার সম্পাদক শেখ সফিকুর রহমান, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতুন দেব, যুব ও ক্রীড়া সম্পাদক রায়হান পারভেজ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক সফিকুর রহমান, আপ্যায়ন সম্পাদক গোলজার হোসেন, সাদস্যিক সম্পাদক নাজমুল ইসলাম রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা জুলি রহমান, কার্যকরী সদস্য : বিলাল ইসলাম, আশরাফুল হক চৌধুরী, বিজয় কুমার সাহা, কাজীরুল ইসলাম, জহুরুল ইসলাম, মহিবুল হক, চৌধুরী মোহাম্মদ মুমিত এবং ফখরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর (ডিস্ট্রিক্ট-৩৪) ন্যাথালিয়া ফার্নান্দেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, ট্রাস্টি বোর্ড মেম্বার জুনেদ চৌধুরী, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, ট্রাস্টি বোর্ড মেম্বার নাসির উদ্দিন, আয়োজক সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আহিয়া, সাবেক সভাপতি আব্দুস সহিদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাফার সভাপতি ফরিদা ইয়াসমিন, মার্কস হোম কেয়ারের ¤্রানেজার আলমাস আলী, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েল এস্টেটের সালেহউদ্দিন সাল, ল্যুটেনেন্ট বিলাল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াাত করেন জামিল আনসারী এবং গীতা পাঠ করেন বিজয় কুমার সাহা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। আয়োজকরা জানান, গোল্ডেন প্যালেসের বিশাল হলটি কানায় কানায় ভর্তি ছিল। বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। তারা কমিউনিটির কল্যাণে সহযোগিতাসহ সংগঠনকে এগিয়ে নেয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি শামীম আহমেদ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক সম্পাদক শেখ অলি আহাদ নির্বাচন কমিশন ও বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তারা অনুষ্ঠানের স্পন্সারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতি শামীম আহমেদ কবর ক্রয়সহ সংগঠনের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথিসহ স্থানীয় শিল্পীবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক’র নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয়। নির্বাচনে শামীম-শেখ অলি প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সংশ্লিষ্টরা জানান, ব্রঙ্কসের ১ম ও প্রাচীন এ সংগঠনটি দীর্ঘ দু’যুগেরও বেশি সময় ধরে গঠনতান্ত্রিক ধারাবাহিকতা এবং ঐতিহ্য অক্ষুন্ন রেখে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Publisher & Editor