রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ধান

প্রকাশিত: ০৪:৫৬, ২৮ জুন ২০২৫ | ৫৯

সবুজের কেশে হলুদের বেশে

পেকে আছে সব ধান,

হৃদয়ের সুখে কৃষকের মুখে

বয় যেন তার গান।

প্রভাতের বেলা কৃষকের হেলা

হয় মাঠেদের পানে,

কৃষকেরা খেটে ধানেদের কেটে

উঠানের ধারে আনে।
 

ধান আনা শেষে পুলকের রেশে

ধানের মাড়াই করে,

এত কিছু পরে ব্যাগ ধানে ভরে

উঠে কৃষকের ঘরে।
 

কবিতাতে আমি কৃষকের নামি

বিবরণ দিই তাই,

কৃষকের হেন আজকাল যেন

খেটে খাওয়া লোক নাই।

Mahfuzur Rahman

Publisher & Editor