মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ইসরাইলকে ইরানের পালটা হুঁশিয়ারি

প্রকাশিত: ০৭:৩৫, ১২ জুন ২০২৫ | ১২

বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা। এর ফলে কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 
এর জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইহুদীবাদি ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ‘ইসরাইল যদি সামান্যতম ভুলও করে, তাহলে তা হবে ইতিহাসে শিক্ষণীয় এক ঘটনা’।

তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের যেকোনো আগ্রাসনের জবাবে ইরান ‘ট্রু-প্রমিজ’ অভিযানগুলোর চেয়েও বেশি শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এদিন ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সালামি এসব কথা বলেন। তার ভাষায়, ‘যদি জায়োনিস্টরা সামান্যতম ভুলও করে বসে, তারা ইতিহাসে এক শিক্ষণীয় পরিণতির মুখোমুখি হবে। আমাদের প্রতিক্রিয়া অতীতের যেকোনো অভিযানের চেয়ে ভয়ংকর হবে’।

এর আগে বুধবার মন্ত্রিসভা বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ। ওই সময় তিনি বলেন, ‘আমরা চাই আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান হোক। তবে যদি কোনো সংঘাত চাপিয়ে দেওয়া হয়, তাহলে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি হবে আমাদের চেয়েও অনেক বেশি’। আজিজ নাসিরজাদেহ আরও বলেন, ‘যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছাড়তে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটি এখন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়। প্রয়োজনে সেসব ঘাঁটিতে হামলা চালানো হবে, তা যে দেশেই থাকুক না কেন’।

এই হুঁশিয়ারিগুলো এমন এক সময় এলো যখন ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে এবং পারমাণবিক আলোচনা কার্যত স্থবির হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের একযোগে এমন কড়া বার্তা ইসরাইলের প্রতি একটি সুস্পষ্ট প্রতিরোধ-নীতির ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ‘ট্রু-প্রমিজ’ অভিযান-পরবর্তী প্রতিক্রিয়ার আলোকে। বিশ্লেষকরা বলছেন, এটি ইঙ্গিত দেয় যে, যেকোনো সংঘাত শুরু হলে এবার তা পূর্ণমাত্রিক ও বহুমুখী হতে পারে। সূত্র: মেহের নিউজ

Mahfuzur Rahman

Publisher & Editor