মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

ভূতের উৎপাত

প্রকাশিত: ০৭:৩৭, ১১ জুন ২০২৫ | ২৮

রাতদুপুরে হঠাৎ কিসের বাজল যেন বাদ্য

চমকে দেখি ভূতের খুড়ো লিখছে উপপাদ্য।
 

ভয়ে ভয়ে চোখ খুলি ফের এসব কি ছাই সত্যি?

অমনি কেশে উঠল হেসে শিং অলা এক দত্যি।
 

তারও পিছু শাকচুন্নি মেছো ভূতের ছা

নাকি গলায় বলছে কেঁদে মাছটা দিয়ে যা।
 

ষাঁড়ের মতো সাধছে গলা মামদো ভূতের পো

ব্যাঁকা ঠ্যাঙের ভূতগুলো সব জুড়ল ফ্যাশন শো।
 

রাগ করেছি মায়ের সঙ্গে, খাইনি মোটে ভাত

রাতবিরেতে তাই বুঝি আজ ভূতেদের উৎপাত।

Mahfuzur Rahman

Publisher & Editor