জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হলো বিশ্বের অন্যতম শীর্ষ বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওর বা সংস্কৃতি উৎসব ২০২৫। এই উৎসবে বিশ্বের নানা দেশের সঙ্গে ছিল বাংলাদেশও।
রোববার (৮ জুন) জার্মানির রাজধানী বার্লিনের ফ্রিডরিশহাইনে বসেছিল জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুওরের ২৭তম আসর। দিনব্যাপী উৎসবে স্বাগতিক জার্মানি ছাড়াও বিশ্বের প্রায় ৭০টি দল অংশ নিয়ে নিজ দেশের শিল্প ও সংস্কৃতির নানা দিক তুলে ধরে। এসময় সবার কণ্ঠে ছিল সম্প্রীতি ও ভালোবাসার সুর।
উৎসবে বরাবরের মতো ছিল জার্মানিতে প্রবাসীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কালচারাল ফোরামের আয়োজনে বার্লিনের পথে বাংলাদেশের আবহমান শিল্প ও সংস্কৃতির বর্ণিল পরিবেশনা। উৎসবে যোগ দেন হ্যানেভার, বন, কোলন, ভিসবাডেনসহ দেশটির নানা প্রদেশ থেকে আসা প্রবাসীরা।
কার্নিভালে অংশ নিতে বাহারী পোশাকে আর অপরূপ সাজে হাজির হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজার হাজার সংস্কৃতিকর্মী। তাদের পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে বার্লিনের পথে নেমে আসা সব বয়সের মানুষের মধ্যে। তবে এবারের কার্নিভালেও বাংলাদেশকে সাহস ও ভালোবাসা জানিয়েছেন লাখো মানুষ।
এবারের এই সাংস্কৃতিক উৎসবে জার্মানির নানা প্রদেশ থেকে প্রবাসী তরুণ-তরুণীরা ছুটে এসেছেন। প্রত্যাশা ছিল দেশের অসাম্প্রদায়িক বর্ণিল লোকজ শুদ্ধ সংস্কৃতি যেন টিকে থাকে আরও কোটি বছর। কোনো অঘটন ছাড়াই কার্নিভাল শেষ করতে পেরে খুশি মের্জ প্রশাসন। ছিল কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য।
Publisher & Editor