নিউইয়র্কে বাঙালিদের প্রানকেন্দ্র জ্যাকসন হাইটসের বেশ কয়েকটি জায়গায় পবিত্র ঈদের জামাতে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা। জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের তত্ত্বাবধানে সেভেনটি থার্ড স্ট্রিটে সকাল ৮টায় প্রথম নামাজে শরিক হন বেশিরভাগ মুসল্লি। এছাড়া ডাইভারসিটি প্লাজাসহ আরো বেশ কিছু মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
পবিত্র ঈদের নামাজ আদায়ের জন্য সকালেই পরিবারের সবাইকে নিয়ে অনেকে হাজির হন জ্যাকসন হাইটস এলাকায়। এরপর সুবিধামত জামাতে নামাজ আদায় করেন তারা।
জ্যাকসন হাইটস মুসলিম সেন্টারের আয়োজনে সেভেনটি থার্ড স্ট্রিটে বেশ কয়েকটি জামাতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে সমস্ত মুসলিম সম্প্রদায়সহ সবার জন্য দোয়া করেন তারা। পবিত্র ঈদের আনন্দের দিনে বাংলাদেশে থাকা আপনজনদের জন্য প্রাণ কাঁদে বলে জানান অনেকে।ঈদের দিনে সবাইকে নিয়ে একসঙ্গে নামাজ আদায় না করতে পারার কষ্ট ফুটে ওঠে অনেকের মনে।
খুব সুন্দর আবহাওয়ার কারণে এবারের ঈদের আনন্দও যেন বেড়ে গেছে হাজার গুন বেশি। নামাজ শেষে কুশল বিনিময়ের মাধ্যমে একে অপরের জন্যসৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করেন সকলে।
Publisher & Editor