চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত প্রায় ২৫০ বছর পুরনো রূপসা জমিদার বাড়ি বাংলার একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ঐতিহাসিক, সামাজিক এবং মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতি।
ধারণা করা হয়, জমিদার আহম্মদ রাজা এই জমিদারির প্রতিষ্ঠাতা ছিলেন। পরে তার ছেলে মোহাম্মদ গাজী ও নাতি আহমেদ গাজী জমিদারির দায়িত্ব পালন করেন।
অন্যান্য অনেক জমিদারের বিপরীতে, রূপসার জমিদাররা কখনও প্রজাদের ওপর জুলুম করেননি বরং দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন। এমনকি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগিতা না করে সাহসিকতার সঙ্গে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের। ঐতিহাসিক এই ভবন কমপক্ষে তিনটি প্রধান ভবন, একটি মসজিদ, একটি কবরস্থান, একটি বড় পুকুর ও একটি বিশাল খেলার মাঠ নিয়ে গঠিত। এছাড়াও এখানে রয়েছে ওয়াকফ করা জমি, মাদ্রাসা, মসজিদ ও উচ্চবিদ্যালয়সহ জনকল্যাণমূলক নানা স্থাপনা।
ঢাকা থেকে সরাসরি বাস কিংবা লঞ্চে চাঁদপুর পৌঁছে সেখান থেকে সিএনজি বা মোটরসাইকেলে সহজেই রূপসা জমিদার বাড়ি ঘুরে দেখা যায়। এটি কেবল একটি ভ্রমণস্থান নয়, বরং আমাদের ইতিহাস, সংস্কৃতি ও দেশপ্রেমের এক জীবন্ত সাক্ষী।
Publisher & Editor